নিজস্ব প্রতিনিধি: যশোরের বেনাপোল ও চৌগাছা সীমান্তে বিজিবির মাদক ও চোরাচালান বিরোধী অভিযানে বিদেশী মদ, ভারতীয় ফেন্সিডিল, গাঁজা, শাড়ী এবং কসমেটিক্স সামগ্রী জব্দ করা হয়েছে। জব্দকৃত মালামালের আনুমানিক বাজার মূল্য ৩ লাখ ৩৭ হাজার টাকা।
শুক্রবার (০৩ অক্টোবর) ৪৯ বিজিবি ব্যাটালিয়নের আওতাধীন মাসিলা বিওপি ও বেনাপোল আইসিপি এবং আমড়াখালী চেকপোষ্টে এ অভিযান পরিচালনা করে এসব অবৈধ মালামাল জব্দ হয়।
বিজিবি জানায়, সীমান্ত এলাকায় মাদক ও চোরাচালান রোধে তাদের বিশেষ পরিকল্পনা অনুযায়ী অভিযান আরও জোরদার করা হয়েছে। জননিরাপত্তা নিশ্চিত করতে এ ধরনের কার্যক্রম চলমান থাকবে।
৪৯ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল সাইফুল্লাহ সিদ্দিকী গণমাধ্যমে পাঠানো বিজ্ঞপ্তিতে জানান, দীর্ঘদিন ধরে সীমান্ত দিয়ে মাদক ও চোরাচালান প্রতিরোধে আমরা গোয়েন্দা নজরদারি বাড়িয়েছি। নিয়মিত অভিযান পরিচালনা করে অবৈধ পণ্যর চালান আটক ও জব্দ অব্যহত রয়েছে। জব্দকৃত মাদকদ্রব্য ধ্বংসের জন্য ব্যাটালিয়ন সদর দপ্তরে এবং জব্দকৃত মালামাল বেনাপোল কাস্টমস কর্তৃপক্ষের কাছে হস্তান্তর করা হয়েছে।

