শুক্রবার, ১৬ই জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ, ২রা মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ, ২৭শে রজব, ১৪৪৭ হিজরি

ছয় দফা দাবি বাস্তবায়নে সাতক্ষীরায় স্বাস্থ্য সহকারীদের অনির্দিষ্টকালের কর্মবিরতি

আরো খবর

ফারুক রহমান, সাতক্ষীরা:

ছয় দফা দাবি বাস্তবায়নের দাবিতে অনির্দিষ্টকালের কর্মবিরতি শুরু করেছেন সাতক্ষীরার স্বাস্থ্য সহকারীরা। এর ফলে আসন্ন টিসিভি টিকা ক্যাম্পেইনসহ সব কার্যক্রম বন্ধ থাকবে বলে জানিয়েছেন তারা।
শনিবার (৪ অক্টোবর) সকালে সদর উপজেলার স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কার্যালয়ের সামনে কর্মবিরতিতে অংশ নেন বাংলাদেশ হেলথ অ্যাসিস্ট্যান্ট অ্যাসোসিয়েশন সদর উপজেলা শাখার সদস্যরা।
এসময় তারা বেতন বৈষম্য নিরসন, নিয়োগবিধি সংশোধন,শিক্ষাগত যোগ্যতায় স্নাতক বিজ্ঞান সংযোজন, ইনসার্ভিস ডিপ্লোমার মাধ্যমে ১১তম গ্রেডে প্রতিস্থাপন,টেকনিক্যাল পদমর্যাদা প্রদান ও পদোন্নতিতে ধারাবাহিকভাবে উচ্চতর গ্রেড প্রদান দাবি উপস্থাপন করেন।
সংগঠনের জেলার সভাপতি মোশারফ হোসেনের সভাপতিত্বে বক্তব্য দেন সদর উপজেলা স্বাস্থ্য পরিদর্শক আব্দুর শহিদ, স্বাস্থ্য সহকারী শারমিন নাহার, এস এম নুর ইসলাম, স্বাস্থ্য পরিদর্শক আব্দুস শহিদ ও স্বাস্থ্য সহকারী রনজিত কুমার ঘোষ প্রমুখ।
বক্তারা বলেন, দীর্ঘদিন ন্যায্য দাবির জন্য আন্দোলন করলেও এখনো কোনো সুনির্দিষ্ট সিদ্ধান্ত পাওয়া যায়নি। তাই বাধ্য হয়েই তারা কর্মবিরতিতে গেছেন। দাবি পূরণ না হওয়া পর্যন্ত এ কর্মসূচি চলবে বলেও ঘোষণা দেন তারা। একইসাথে সরকারের প্রতি দ্রুত ছয় দফা বাস্তবায়নের আহ্বান জানান।

আরো পড়ুন

সর্বশেষ