শনিবার, ১৭ই জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ, ৩রা মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ, ২৮শে রজব, ১৪৪৭ হিজরি

নানা আয়োজনে তালায় বিশ্ব শিক্ষক দিবস পালিত

আরো খবর

তালা (সাতক্ষীরা) প্রতিনিধি :
“শিক্ষকতা পেশা: মিলিত প্রচেষ্টার দীপ্তি”এই প্রতিপাদ্য সামনে রেখে সাতক্ষীরার তালায় বিশ্ব শিক্ষক দিবস পালিত হয়েছে। দিবসটি উপলক্ষ্যে রবিবার (৫ অক্টোবর) সকালে তালা শহীদ আলী আহম্মদ সরকারি বালিকা বিদ্যালয়ে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন তালা উপজেলা নির্বাহী অফিসার দীপা রানী সরকার। আলোচনা সভায় সভাপতিত্ব করেন তালা উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মোঃ আতিয়ার রহমান।

 

উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসের একাডেমিক সুপারভাইজার প্রভাস কুমার দাস ও প্রভাষক গাজী আছাদুজ্জামানের সঞ্চালনায় সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন তালা মহিলা কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ সেখ শফিকুল ইসলাম, প্রাক্তন অধ্যক্ষ মোঃ আব্দুর রহমান, পাটকেলঘাটা হারুন অর রশিদ কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মোঃ আব্দুল গফুর, পাটকেলঘাটা ফাজিল মাদ্রাসার অধ্যক্ষ মো. আব্দুল কুদ্দুস, তালা উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির আহবায়ক মোঃ মইনুল ইসলাম, শহীদ আলী আহম্মেদ সরকারী বালিকা উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মোঃ ফজর আলী, উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির সভাপতি জগদীশ হালদার প্রমুখ।

আরো পড়ুন

সর্বশেষ