মহেশপুর প্রতিনিধি:
ঝিনাইদহের মহেশপুরে ইসলামী ব্যাংকসহ ব্যাংকিং সেক্টরে অবৈধ নিয়োগ বাতিল এবং মেধাভিত্তিক নিয়োগের দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। সোমবার সকালে মহেশপুর কলেজ বাসস্ট্যান্ড এলাকায় এ কর্মসূচি অনুষ্ঠিত হয়।
ইসলামী ব্যাংক গ্রাহক ফোরাম এবং বৈষম্যমুক্ত চাকরি প্রত্যাশী পরিষদের ব্যানার ও ফেস্টুন হাতে প্রায় শতাধিক ব্যাংক গ্রাহক, চাকরি প্রত্যাশী ও স্থানীয়রা কর্মসূচিতে অংশ নেন।
মানববন্ধনে বক্তারা অভিযোগ করেন, ২০১৭ থেকে ২০২৪ সাল পর্যন্ত ইসলামী ব্যাংকসহ দেশের বিভিন্ন ব্যাংকে একটি প্রভাবশালী মহল ও মাফিয়া চক্র অদক্ষ ব্যক্তিদের অবৈধ ভাবে নিয়োগ দিয়েছে। এতে ব্যাংকিং খাতের সুশাসন ব্যাহত হচ্ছে এবং মেধাবী তরুন – তরুনীরা বঞ্চিত হচ্ছেন।
ইসলামী ব্যাংক গ্রাহক ফোরামের নেতা হামিদুর রহমান রানা বলেন, ব্যাংকিং খাতে স্বজনপ্রীতি ও অনিয়মের কারনে প্রকৃত যোগ্য প্রার্থীরা সুযোগ পাচ্ছেন না। আমরা চাই, অদক্ষ ও অবৈধ ভাবে নিয়োগ প্রাপ্তদের ছাঁটাই করে স্বচ্ছ ও মেধাভিত্তিক নিয়োগ নিশ্চিত করা হোক।
বক্তারা আরও দাবি করেন, অবৈধ নিয়োগের ফলে ব্যাংকের আর্থিক স্থিতিশীলতা ও সেবার মানও ক্ষতিগ্রস্ত হয়েছে। তারা এ চক্রের বিরুদ্ধে দ্রুত ব্যবস্থা নিতে বাংলাদেশ ব্যাংকসহ সরকারের প্রতি আহ্বান জানান।
প্রায় ঘণ্টা ব্যাপি চলা মানববন্ধন শেষে বিক্ষোভ সমাবেশে বক্তারা ঘোষণা দেন, দাবিগুলো দ্রুত মানা না হলে তারা আরও কঠোর কর্মসূচি দেবেন।
স্থানীয় বাসিন্দারা জানান, ইসলামী ব্যাংকসহ বেসরকারি ব্যাংকে চাকরির জন্য মেধা ও প্রতিযোগিতার পরিবর্তে প্রভাব ও টাকার লেনদেন বড় ভূমিকা রাখছে। এতে প্রামের বহু মেধাবী তরুন সুযোগ হারাচ্ছেন।
কর্মসূচিতে অংশ নেওয়া অনেকে বলেন, ব্যাংক খাতে স্বচ্ছতা ফিরিয়ে আনতে হলে অবৈধ নিয়োগ বাতিল এবং মেধাকে অগ্রাধিকার দেওয়া ছাড়া অন্য কোনো বিকল্প নেই।

