মোঃ সোহাগ, কালীগঞ্জ (ঝিনাইদহ) :
ঝিনাইদহ কালীগঞ্জের সন্ত্রাসী আতাউল মন্ডল(৫০) নামে এক সাবেক ইউপি সদস্যকে অস্ত্র ও বিস্ফোরকসহ আটক করেছে যৌথবাহিনী।
বুধবার ভোররাতে ঝিনাইদহ সদর উপজেলার বামনাইল গ্রামের মধ্যপাড়া এলাকা থেকে আটক করা হয়।সন্ত্রাসী আটক আতাউল মন্ডল কালীগঞ্জ উপজেলার নাটোপাড়া গ্রামের গোলাম রাব্বানীর ছেলে। তিনি স্থানীয় জামাল ইউনিয়ন পরিষদের সাবেক সদস্য ছিলেন।
ঝিনাইদহ সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) আব্দুল্লাহ আল মামুন বলেন,গোপন সংবাদের ভিত্তিতে রাতের আঁধারে যৌথবাহিনীর একটি টিম অভিযান চালায়। এ সময় আতাউল মন্ডলকে তার বাড়ি থেকে আটক করা হয়। অভিযানের সময় তার কাছ থেকে একটি ওয়ান শুটার পিস্তল, দুটি রাবার বুলেট, একটি ককটেল, একটি ধারালো কুড়াল ও দুটি রামদা উদ্ধার করা হয়।
আটক আতাউল মন্ডলের বিরুদ্ধে হত্যা, সন্ত্রাসী কার্যক্রমসহ একাধিক মামলা রয়েছে। আটক আতাউল মন্ডলকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

