বেনাপোল প্রতিনিধি: যশোরের বেনাপোল পুটখালী সীমান্তে অভিযান চালিয়ে ১ কেজি ৪৯ গ্রাম ওজনের ৯ টি স্বর্ণের বারসহ এক পাচারকারীকে আটক করেছে বিজিবি। বুধবার (৮ অক্টোবর) সকালে খুলনা ব্যাটালিয়ন ২১ (বিজিবি)-র একটি টহলদল গোপন সংবাদের ভিত্তিতে পুটখালী উত্তরপাড়ার পাকা রাস্তার উপর থেকে আটক করা হয়। আটক মনিরুজ্জামান বেনাপোল পোর্টথানার পুটখালী গ্রামের কাদের সর্দারের ছেলে ।
বিজিবি জানায়, স্বর্ণ সহ আটক আসামির কোমরে বিশেষ কায়দার কস্টেপ দ্বারা লুকায়িত ১ কেজি ৪৯ গ্রাম ওজনের ৯ টি স্বর্ণেরবার ও ১টি মোবাইল ফোনসহ তাকে আটক করা হয়। আটক করা স্বর্ণের বাজারমূল্য ১ কোটি ৮০ লাখ ৫২ হাজার টাকা।
প্রাথমিকভাবে জিজ্ঞাসাবাদে আসামি জানায়, ঢাকা থেকে বেনাপোল পুটখালী সীমান্তে হয়ে ভারতে পাচার করার উদ্দেশ্যে স্বর্ণগুলো নিয়ে আসা হয়েছে।
এ ব্যাপারে অধিনায়ক লেঃ কর্নেল মোহাম্মদ খুরশীদ আনোয়ার জানান, গোপন সংবাদের ভিত্তিতে সহকারী পরিচালক মোঃ সফিয়ার রহমান এর নেতৃত্বে পুটখালী বিওপি’র একটি টহল দল পুটখালী উত্তরপাড়া নামক স্থানে পাকা রাস্তার পাশে থেকে ৯ পিস স্বর্ণের বারসহ মনিরুজ্জামানকে আটক করেন।
তিনি আরও জানান, আটকদের বিরুদ্ধে আগে কোনো মামলা আছে কি না তা খতিয়ে দেখা হচ্ছে। এ ঘটনায় আটককৃত আসামীদের বিরুদ্ধে মামলা দায়ের এর মাধ্যমে বেনাপোল পোর্ট থানায় হস্থান্তর করার কার্যক্রম চলমান রয়েছে। আটককৃত স্বর্ণ যথাযথ আইন ও বিধি মোতাবেক সরকারী কোষাগারে জমা করা হবে বলে তিনি জানিয়েছেন।

