শনিবার, ১৭ই জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ, ৩রা মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ, ২৮শে রজব, ১৪৪৭ হিজরি

মনিরামপুরে বিএনপির প্রয়াত নেতা মুছার স্মরণ সভার প্রস্তুতি

আরো খবর

নিজস্ব প্রতিবেদক :যশোরের মণিরামপুরের সাবেক উপজেলা চেয়ারম্যান ও বিএনপির প্রবীণ নেতা আলহাজ্ব মোঃ মুছা স্মরণে আয়োজিত আলোচনা সভা ও দোয়া মাহফিলকে ঘিরে মনিরামপুরে চলছে ব্যাপক প্রস্তুতি। অনুষ্ঠানটি অনুষ্ঠিত হবে আগামী ১১ অক্টোবর সকাল ১০টায়, মণিরামপুর জেলা পরিষদ অডিটোরিয়ামে।
এ উপলক্ষে মাঠ সমান করার কাজ চলছে পুরোদমে। আয়োজকরা জানিয়েছেন, অংশগ্রহণকারীদের আরামদায়ক পরিবেশ নিশ্চিত করতে অডিটোরিয়াম মাঠে বালু ফেলে সমান করা হচ্ছে।
ইতোমধ্যে প্রস্তুতির সার্বিক তদারকিতে মণিরামপুর উপজেলা বিএনপির সভাপতি আলহাজ্ব এড. শহীদ মোঃ ইকবাল হোসেন ও সাধারণ সম্পাদক আসাদুজ্জামান মিন্টু জেলা পরিষদ অডিটোরিয়াম পরিদর্শন করেছেন। তারা মাঠ সমানকরণ, প্রবেশপথ ও নিরাপত্তা ব্যবস্থা পর্যবেক্ষণ করেন।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বিএনপি কেন্দ্রীয় নির্বাহী কমিটির ভাইস চেয়ারম্যান অধ্যাপক নার্গিস বেগম।
বিশেষ অতিথি হিসেবে থাকবেন বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সাংগঠনিক সম্পাদক অনিন্দ্য ইসলাম অমিত, যশোর জেলা বিএনপির সভাপতি এড. সৈয়দ সাবেরুল হক সাবু, এবং সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন খোকন।
দলীয় সূত্রে জানা গেছে, এই স্মরণসভায় ১০ হাজারেরও বেশি নেতাকর্মী অংশগ্রহণ করবেন বলে আশা করা হচ্ছে। এ কারণে মাঠ সমানকরণ, মঞ্চ নির্মাণ, এবং সাউন্ড সিস্টেমসহ অন্যান্য প্রস্তুতি জোরদার করা হয়েছে।
একজন স্থানীয় বিএনপি নেতা বলেন, “প্রয়াত মুছা সাহেব ছিলেন মনিরামপুরের রাজনীতির এক প্রবাদপুরুষ। তাই তাঁর স্মরণসভায় যেন কোনো অসুবিধা না হয়, সে জন্য মাঠ সমান করে প্রস্তুত করা হচ্ছে।”
উল্লেখ্য, যশোর-৫ (মণিরামপুর) আসনের রাজনীতির অভিভাবক ও বিএনপির বর্ষীয়ান নেতা আলহাজ্ব মোহাম্মদ মুছা গত ৪ অক্টোবর রাত ৩টা ২০ মিনিটে যশোর কুইন্স হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।

আরো পড়ুন

সর্বশেষ