কেশবপুর প্রতিনিধি:যশোর কেশবপুর উপজেলার ৪নং বিদ্যানন্দকাটি ইউনিয়নের বাউশলাগ্রামের ৮,৯ তেঘরী ১নং ওয়ার্ডে তারেক রহমানের রাষ্ট্র কাঠামো মেরামতের ৩১ দফা বাস্তবায়নে বিএনপি ও এর অঙ্গ-সহযোগী সংগঠনের উদ্যোগে উঠান বৈঠক অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (৯ অক্টোবর) বিকালে অনুষ্ঠিত এ কর্মসূচির মূল প্রতিপাদ্য ছিল – বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান উপস্থাপিত ‘রাষ্ট্র কাঠামো মেরামতের ৩১ দফা’ বাস্তবায়নের লক্ষ্যে তৃণমূল পর্যায়ে সচেতনতা সৃষ্টি ও সংগঠনের শক্তি বৃদ্ধি করা।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ও সাবেক কেন্দ্রীয় ছাত্রদলের সভাপতি যশোর-৬ কেশবপুর আসনের বিএনপি’র মনোনয়ন প্রত্যাশী কাজী রওনাকুল ইসলাম শ্রাবণ।
তিনি বলেন, ‘আজকে দেশে যে দুঃশাসন চলছে, তার অবসান ঘটিয়ে একটি নতুন, জনগণের সরকার প্রতিষ্ঠা করতে হলে আমাদের এই ৩১ দফাকে সামনে রেখে এগোতে হবে। এই দফাগুলো শুধু দলের ঘোষণাপত্র নয়, এটি ভবিষ্যতের একটি সুশাসনের রূপরেখা, যেখানে ন্যায়বিচার, মানবাধিকার ও জবাবদিহিতা থাকবে। সরকারে এলে ৫০ লাখ ফ্যামিলি কার্ড দেওয়া হবে নারীদের জন্য।
তিনি আরও বলেন, ‘বিগত সরকারে আমলে দেশের মানুষ গুম, খুন, গ্রেপ্তার, হয়রানি ও বাকস্বাধীনতা হরণের শিকার হয়েছিল। বিচার বিভাগ থেকে শুরু করে নির্বাচন কমিশন পর্যন্ত সবকিছু সরকারের নিয়ন্ত্রণে ছিল। এই বাস্তবতায় বিএনপি তারেক রহমানের নেতৃত্বে একটি স্বচ্ছ, গণতান্ত্রিক ও জনগণের অংশগ্রহণমূলক রাষ্ট্র ব্যবস্থা প্রতিষ্ঠার জন্য ৩১ দফা ঘোষণা করেছেন। এই বার্তাটি আমাদেরকে ঘরে ঘরে পৌঁছে দিতে হবে।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এবং বক্তব্য রাখেন কেশবপুর থানা বিএনপির সাবেক আহ্বায়ক কাউন্সিলর মশিউর রহমান। বিএনপি নেতা ওই ইউনিয়ন বিএনপি’র সাবেক সভাপতি মাহাবুর মল্লিক, বিএনপি নেতা আব্দুস সালাম, কেশবপুর স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক শামসুল আলম বুলবুল, আব্দুল হালিম অটল সাংবাদিক মনিরুজ্জামান মনি প্রমুখ।
উঠান বৈঠকে ওয়ার্ড বিএনপির নেতা ছাড়াও অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন।

