শনিবার, ১৭ই জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ, ৩রা মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ, ২৮শে রজব, ১৪৪৭ হিজরি

মনিরামপুরে সম্প্রীতি ফাউন্ডেশনের উদ্যোগে ফ্রি চক্ষু চিকিৎসা ক্যাম্প  

আরো খবর

নিজস্ব প্রতিবেদক :যশোরের মনিরামপুর উপজেলার চালকিডাঙ্গা বাজারে সম্প্রীতি ফাউন্ডেশনের উদ্যোগে ফ্রি চক্ষু চিকিৎসা ক্যাম্প (ছানি অপারেশন) অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১১ অক্টোবর ২০২৫) সকাল ৯টা থেকে দুপুর ১টা পর্যন্ত চলমান এ ক্যাম্পে প্রায় তিন শতাধিক রোগীকে চিকিৎসা দেওয়া হয়। এর মধ্যে ৫৭ জন রোগীকে ছানি অপারেশনের জন্য শনাক্ত করা হয়।
সম্প্রীতি ফাউন্ডেশনের সভাপতি ব্যাংক কর্মকর্তা জনাব আবু বক্কার সিদ্দিক এর সার্বিক তত্ত্বাবধানে ক্যাম্প পরিচালিত হয়। এসময় উপস্থিত ছিলেন ফাউন্ডেশনের উপদেষ্টা ও কাশিমনগর মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ হাসানুজ্জামান, উপদেষ্টা মোঃ আব্দুল মান্নান দফাদার, সহ-সভাপতি এইচ এম শামীম, সাধারণ সম্পাদক বাকি বিল্লাহ ফিরোজ, কোষাধ্যক্ষ ওহেদুজ্জামান চঞ্চলসহ সংগঠনের অন্যান্য সদস্যবৃন্দ।
চিকিৎসা নিতে আসা রোগীরা জানান, “সম্প্রীতি ফাউন্ডেশন সবসময় আমাদের সুখে-দুঃখে পাশে থাকে। তাদের এই উদ্যোগে আমরা উপকৃত হয়েছি।”

আরো পড়ুন

সর্বশেষ