শনিবার, ১৭ই জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ, ৩রা মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ, ২৮শে রজব, ১৪৪৭ হিজরি

বেনাপোল ল্যান্ডপোর্ট ইমপোর্টাস এন্ড এক্সপোটার্স এ্যাসোসিয়েশনের পূর্নাঙ্গ কমিটি ঘোষণা

আরো খবর

সুমন হোসাইন: দেশের সর্ববৃহৎ বেনাপোল স্থলবন্দরে আমদানি ও রপ্তানিকারক ব্যবসায়ীদের নিয়ে গঠিত বৃহৎ সংগঠন “বেনাপোল ল্যান্ডপোর্ট ইমপোর্টাস এন্ড এক্সপোটার্স এ্যাসোসিয়েশনের” ৩৩ সদস্য বিশিষ্ট পূর্নাঙ্গ কমিটি ঘোষণা করা হয়েছে।

রোববার (১২ অক্টোবর) বিকেলে বেনাপোল বাজারস্থ হোটেল সানরুফের কনফারেন্স রুমে স্থানীয় ব্যবসায়ীদের উপস্থিতিতে নব গঠিত ৩৩ সদস্যর পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করা হয়। মেসার্স আল-মোদারিব ইন্টারন্যাশনালের স্বত্তাধীকারী মো: মতিয়ার রহমান কমিটির সভাপতি নির্বাচিত হয়েছেন ও সাধারন সম্পাদক নির্বাচিত হয়েছেন মেসার্স রাহাত ট্রেডার্সের স্বত্তাধীকারী জিয়াউর রহমান (জিয়া)।

কমিটির অন্যান্য সদস্যরা হলেন-সিনিয়র সহ-সভাপতি উজ্জল বিশ্বাস-(উৎস এন্টারপ্রাইজ),সহ-সভাপতি-মোঃ আব্দুল-লতিফ (রাতুল ইন্টারন্যাশনাল), মোঃ মহিউদ্দীন-(আল আমিন এন্টারপ্রাইজ) ও মোঃ সাজিদুর রহমান-(এস আর বিজনেস কর্ণার)। যুগ্ম সাধারণ সম্পাদক হলেন-মোয়াজ্জেম হোসেন লিপু-(লিপু ইন্টারন্যাশনাল),নুুরুল আমিন বিশ্বাস-(বিশ্বাস ট্রেডার্স),আব্দুল করিম-(সান এন্টারপ্রাইজ) ও এইস এম আবুল বাশার-(রাজা বাদশা এন্টারপ্রাইজ)। সাংগঠনিক সম্পাদক-মোঃ ওসমান গণি-(মীম ইন্টারন্যাশনাল),সহ-সাংগঠনিক সম্পাদক-মোঃ বাবুল হোসেন-(এস আর এন্টারপ্রাইজ), অর্থ বিষয়ক সম্পাদক-শাহিন হোসেন-(ব্রিজ ব্যান্ড কমিউনিকেশন),সহ-অর্থ বিষয়ক সম্পাদক-শম্ভু বিশ্বাস-(এস এস বি এন্টারপ্রাইজ), দপ্তর সম্পাদক-রফিকুল ইসলাম রয়েল-(রাহাদ ট্রেড ইন্টারন্যাশনাল), সহ-দপ্তর সম্পাদক- রয়েল হোসেন-(মেসার্স রয়েল হোসেন), প্রচার সম্পাদক- কামাল হোসেন-(এম এম এন্টারপ্রাইজ), সহ-প্রচার সম্পাদক-আনিছুর রহমান (রুশাদ এন্টারপ্রাইজ), বন্দর বিষয়ক সম্পাদক- শামিম উদ্দিন গাজী (গাজী এক্সিম), কাস্টম বিষয়ক সম্পাদক- বাবুলাল বিশ্বাস(বিশ্বাস ট্রেড ইন্টারন্যাশনাল), ক্রিয়া সম্পাদক-আতাউর রহমান (পদ্মা এন্টারপ্রাইজ),সাংস্কৃতিক সম্পাদক-শেখর দাস (স্বপ্নীল এন্টারপ্রাইজ),আইন বিষয়ক সম্পাদক-মোহাম্মদ আলী (আবিদ প্রিন্টিং এন্ড প্যাকেজিং)।

এছাড়াও নির্বাহী সদস্য হিসাবে রয়েছেন, ইমদাদুল হক (ফেমাস ট্রেডার্স), বিল্লাল হোসেন (বিল্লাল এন্টারপ্রাইজ), আব্দুল্লাহ আল মামুন (এন এস কোঃ),আব্দুর রাজ্জাক(মা এন্টারপ্রাইজ), মিলন হোসেন (এস এস ইন্টারন্যাশনাল),হাজী শাহজাহান আলী(শিমু এন্টারপ্রাইজ),জিসান আহম্মেদ রাব্বি(রাব্বি এন্টারপ্রাইজ),শাহাদত হোসেন(স্বজল ট্রেডার্স),আয়ুব হোসেন পক্ষি(জে কে এন্টারপ্রাইজ) ও মনির (মনির বিজনেজ মিডিয়া)।

বেনাপোল ল্যান্ডপোর্ট ইমপোর্টাস এন্ড এক্সপোটার্স এ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক জিয়াউর রহমান জিয়া বলেন, বেনাপোল স্থলবন্দর এলাকায় ব্যবসা বানিজ্যের ক্ষেত্রে বেনাপোল ল্যান্ডপোর্ট ইমপোর্টাস এন্ড এক্সপোটার্স এ্যাসোসিয়েনের নবগঠিত এই পরিষদ ব্যবসায়িকদের স্বার্থ সুরক্ষায় কার্যকরী ভূমিকা রাখবে। তাছাড়া আমদানি ও রপ্তানি যে কোন সমস্যায় আমরা ব্যবসায়ীদের পাশে থেকে সমস্যা সমাধানের চেষ্টা করবো।

এর আগে, গত বছর ২৬ জুন ১৫ সদস্য বিশিষ্ট আহবায়ক কমিটি ঘোষণা করে সংগঠনটি। সে কমিটির সভাপতি হয়েছিলেন মেসার্স এম এম এন্টারপ্রাইজের স্বত্তাধীকারী আলি হোসেন। তিনি হঠাৎ হৃদরোগ আক্রান্ত হয়ে মৃত্যু বরন করেন।

সভায় বক্তারা বলেন, বেনাপোল স্থলবন্দর ব্যবসায়ীদের স্বার্থ সংরক্ষণ, ন্যায্য অধিকার প্রতিষ্ঠা এবং সরকারি-বেসরকারি সহযোগিতা বৃদ্ধির লক্ষ্যে এই অ্যাসোসিয়েশন ঐক্যবদ্ধভাবে কাজ করবে।

 

 

 

আরো পড়ুন

সর্বশেষ