নিজস্ব প্রতিবেদক:
বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর সাবেক ভাইস চেয়ারম্যান, যশোর পৌরসভার সাবেক চেয়ারম্যান, সাবেক সংসদ সদস্য ও মহান ভাষা আন্দোলনের অন্যতম সৈনিক এ্যাডভোকেট আফসার আহম্মদ সিদ্দিকীর ২৪তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে স্মরণসভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
রবিবার বিকেলে যশোর জেলা বিএনপির উদ্যোগে প্রেসক্লাব যশোর মিলনায়তনে এই স্মরণসভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বিএনপির ভাইস চেয়ারম্যান অধ্যাপক নার্গিস বেগম।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন যশোর জেলা বিএনপির সভাপতি এ্যাডভোকেট সৈয়দ সাবেরুল হক সাবু।
স্মরণসভায় বক্তারা এ্যাডভোকেট আফসার আহম্মদ সিদ্দিকীর রাজনৈতিক প্রজ্ঞা, সততা ও ত্যাগের কথা গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করেন। তাঁরা বলেন, তিনি ছিলেন দেশের গণতন্ত্র পুনরুদ্ধারের আন্দোলনের অন্যতম অগ্রণী নেতা এবং ভাষা আন্দোলনের বীর সেনানী।
বক্তারা আরও বলেন, তাঁর আদর্শ ও দেশপ্রেম আগামী প্রজন্মের জন্য অনুপ্রেরণার উৎস হয়ে থাকবে। সভা শেষে তাঁর রূহের মাগফিরাত কামনা করে বিশেষ দোয়া অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে জেলা বিএনপি ও অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ, স্থানীয় গণ্যমান্য ব্যক্তি ও দলীয় কর্মীরা উপস্থিত ছিলেন।

