শনিবার, ১৭ই জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ, ৩রা মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ, ২৮শে রজব, ১৪৪৭ হিজরি

নড়াইলে অসহায় বৃদ্ধের বসতবাড়ি দখলের চেস্টা,গাছ কেটে সাবাড়

আরো খবর

নিজস্ব প্রতিবেদক, নড়াইল:
নড়াইল পৌরসভার ধোপাখোলা এলাকায় এক বৃদ্ধের বসতবাড়ি জোরপূর্বক দখল নেওয়ার চেষ্টা এবং বাড়ির চারপাশের ফলজ ও বনজ গাছ কেটে ফেলার অভিযোগ উঠেছে ভূমিদস্যু হিসেবে পরিচিত মোহাম্মদউল্লাহর বিরুদ্ধে। শুক্রবার (১০ অক্টোবর) সকালে প্রায় শতাধিক লোক নিয়ে এই দখলচেষ্টা চালানো হয়।

 

বিলম্বে প্রাপ্ত তথ্যে জানা গেছে, ভওয়াখালী এলাকার মোহাম্মদউল্লাহর নেতৃত্বে ধোপাখোলা এলাকার স্থানীয় বাসিন্দা দুলাল চন্দ্র বিশ্বাসের (৭২) বসতবাড়িতে প্রবেশ করে নারিকেল, সুপারি, আম, কাঁঠালসহ বিভিন্ন প্রজাতির ফলজ ও বনজ গাছ কেটে ফেলা হয়। এ সময় ঘরবাড়ি ভাঙারও চেষ্টা করা হয়। বৃদ্ধ দুলাল চন্দ্র বিশ্বাস ও তার স্ত্রী বাধা দিতে গেলে তাদেরকে ভয়ভীতি দেখানো হয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছালে অভিযুক্ত ও তার লোকজন পালিয়ে যায়।

 

ভুক্তভোগী দুলাল চন্দ্র বিশ্বাস বলেন, ‘আমরা দীর্ঘদিন ধরে এখানে বসবাস করছি। মোহাম্মদউল্লাহ মাঝে মাঝে লোকজন নিয়ে এসে হামলার চেষ্টা করে। আমরা ভয়ে দিন কাটাচ্ছি।’
রূপগঞ্জের ব্যবসায়ী অলোক কুন্ডু অভিযোগ করেন, ‘আমি বৈধভাবে জমি ভোগ দখল করছি, কিন্তু মোহাম্মদউল্লাহ সন্ত্রাসী আচরণের মাধ্যমে সেটিও দখলের চেষ্টা করছে। প্রশাসনের হস্তক্ষেপ না হলে বড় ধরনের ঘটনা ঘটতে পারে।’

 

জেলা জামায়াতের কর্ম পরিষদ সদস্য মো. হিমায়েতুল ইসলাম হিমু এবং সাবেক কাউন্সিলর মো. রজিবুল ইসলাম বলেন, ‘জোরপূর্বক গাছ কাটা বা বসতবাড়ি উচ্ছেদ কোনোভাবেই সমর্থনযোগ্য নয়। আমরা চাই, কেউ অন্যায়ের শিকার না হোক।’

 

অভিযুক্ত মোহাম্মদউল্লাহ বলেন, ‘আমি কারও জমি দখল করিনি। বরং আমার নিজের জমি বর্তমানে অলোক কুন্ডু ও দুলাল বিশ্বাসের কাছে দখল হয়ে আছে। আমি কোনো গাছ কাটিনি; আমার বিরুদ্ধে একটি ষড়যন্ত্র রচিত হচ্ছে।’

 

নড়াইল সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সাজেদুল ইসলাম জানান, ‘ঘটনা স্থলে পুলিশ পাঠানো হয়েছে। অভিযোগ পাওয়ার পর তদন্ত করা হচ্ছে। তদন্তের পর আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।’

 

উল্লেখ্য, এর আগেও ভূমিদস্যু মোহাম্মদউল্লাহর বিরুদ্ধে নড়াইল পৌরসভার ধোপাখোলার বাসিন্দা আব্দুল মান্নানের বাড়ি ভাংচুর ও জবরদখলের অভিযোগ উঠেছিল। ভাংচুরের প্রতিবাদ ও তার শাস্তির দাবি জানিয়ে গত বছরের (১১ জুন) দুপুরে নড়াইল আদালত সড়কে মানববন্ধন করেন ভুক্তভোগীর পরিবারসহ বিভিন্ন শ্রেণীর মানুষ।

আরো পড়ুন

সর্বশেষ