শুক্রবার, ১৬ই জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ, ২রা মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ, ২৭শে রজব, ১৪৪৭ হিজরি

ঝিকরগাছা শিক্ষক সংগঠনের কর্মবিরতি পালন, আন্দোলনে একাত্মতা ঘোষণা

আরো খবর

বাঁকড়া, (ঝিকরগাছা) প্রতিনিধি:
বাড়িভাড়া সহ তিন দফা দাবিতে বেসরকারি শিক্ষক আন্দোলনের সাথে একাত্মতা ঘোষণা করেছে ঝিকরগাছা উপজেলার সকল শিক্ষক সংগঠন। কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে পালন করছেন কর্মবিরতি। সরেজমিনে ঝিকরগাছা উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে কর্মবিরতি পালন করতে দেখা যায়।

 

আন্দোলনের সাথে সংহতি প্রকাশ করে একাত্মতা ঘোষণা করেছে ঝিকরগাছার সকল কলেজ, ঝিকরগাছা মাধ্যমিক শিক্ষক সমিতি ও ঝিকরগাছা মাদ্রাসা শিক্ষক সমিতি। এ প্রসঙ্গে মাধ্যমিক শিক্ষক সমিতির সভাপতি বি এম হাই স্কুলের প্রধান শিক্ষক আব্দুস সামাদ বলেন দীর্ঘদিন ধরে বেসরকারি শিক্ষকরা নানাভাবে অবহেলিত ও বঞ্চিত। একজন রিক্সা চালকের চাইতেও এমএ পাস একজন শিক্ষককে কম বেতন দেওয়া হয়। নানা বঞ্চনার কারণে শিক্ষক সমাজ ফুঁসে উঠেছে।

 

চলমান আন্দোলনে শিক্ষকদের উপর পুলিশের নির্বিচারে অত্যাচার নির্যাতনের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে তিনি বলেন কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে ঝিকরগাছা উপজেলার ৫২ টি মাধ্যমিক ও নিন্ম মাধ্যমিক শিক্ষা প্রতিষ্ঠান এ কর্মসূচির সাথে একাত্মতা ঘোষণা করেছে। কেন্দ্রে আহবানে সাড়া দিয়ে আমরা কর্মবিরতি পালন করছি। দাবি আদায় না হওয়া পর্যন্ত কোন আপোষ করবো না।

 

এছাড়া চলমান আন্দোলন ও কেন্দ্রিয় কর্মসূচির প্রতি সাংহতি প্রকাশ করে একাত্মতা ঘোষণা করেছে ঝিকরগাছা উপজেলা মাদ্রাসা শিক্ষক সমিতি। ঝিকরগাছা উপজেলা মাদ্রাসা শিক্ষক সমিতির সভাপতি ও চলমান আন্দোলনের ঝিকরগাছা শাখার সদস্য সচিব অধ্যক্ষ দ্বীন ইসলাম বলেন উপজেলার ২৬ টি মাদ্রাসা এ আন্দোলনের সাথে একমত পোষণ করে কর্মবিরতি পালন করছে।

 

চলমান আন্দোলনে ঝিকরগাছা উপজেলা শাখার আহবায়ক ঝিকরগাছা দারুল উলুম কামিল মাদ্রাসার অধ্যক্ষ বলেন কেন্দ্র ঘোষিত চলমান আন্দোলনের কর্মসূচির অংশ হিসেবে আমরা কর্মবিরতি পালন করছি। দাবি আদায় না হওয়া পর্যন্ত কেন্দ্রীয় কমিটির সাথে আছি এবং থাকব।

এদিকে এ আন্দোলনে সাথে একাত্মতা ঘোষণা করে কর্ম বিরতি পালন করছে সম্মিলনী মহিলা ডিগ্রী কলেজ সহ ঝিকরগাছা উপজেলার বিভিন্ন কলেজ।

 

 

আরো পড়ুন

সর্বশেষ