শুক্রবার, ১৬ই জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ, ২রা মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ, ২৭শে রজব, ১৪৪৭ হিজরি

যশোরে পুলিশের বিভাগীয় পদোন্নতি পরীক্ষা অনুষ্ঠিত

আরো খবর

নিজস্ব প্রতিবেদক: যশোরে পুলিশের বিভাগীয় পদোন্নতি পরীক্ষা ও মাঠ ক্যাম্পেইন প্রদর্শন পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। সোমবার সকালে যশোর পুলিশ লাইনস মাঠে যশোর জেলায় পুলিশ বাহিনীর কনস্টেবল হতে নায়েক/ এটিএসআই, নায়েক হতে এএসআই(সশস্ত্র) এবং এটিএসআই হতে টিএসআই পদে বিভাগীয় পদোন্নতি পরীক্ষা-২০২৫ এর মাঠ ক্যাম্পেইন প্রদর্শন পরীক্ষা অনুষ্ঠিত হয়।

উক্ত বিভাগীয় পদোন্নতি পরীক্ষায় পরিচালনা বোর্ডের সভাপতিত্ব করেন পুলিশ সুপার রওনক জাহান । তিনি প্যারেড পরীক্ষা পরিদর্শন এবং চাকরির খতিয়ান বিশ্লেষণ ও সাক্ষাৎকার গ্রহণ করেন।

এসময় পুলিশ সুপার রওনক জাহান,বিভাগীয় পদোন্নতি পরীক্ষা-২০২৫ এ অংশগ্রহণকারী সকল পরীক্ষার্থীর মাঠ ক্যাম্পেইন পরিদর্শন করেন এবং তাদের কারুকার্যে সন্তুষ্টি প্রকাশ করেন।

 

 

পদোন্নতি পরীক্ষায় উপস্থিত ছিলেন, মোহাম্মদ শাহীনুর চৌধুরী, অতিরিক্ত পুলিশ সুপার, সদর সার্কেল, সাতক্ষীরা জেলা(সদস্য), ইমদাদুল হক, সহকারী পুলিশ সুপার, মনিরামপুর সার্কেল,যশোর জেলা(সদস্য), মোঃ নুরুল ইসলাম, আরআই পুলিশ লাইনস, যশোর জেলা (সদস্য)সহ জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকতাগণ সহ যশোর জেলা পুলিশ হতে বিভাগীয় পদোন্নতি পরীক্ষায় অংশ নেয়া সকল পরীক্ষার্থীবৃন্দ।

আরো পড়ুন

সর্বশেষ