সাতক্ষীরা প্রতিনিধি:
সাতক্ষীরায় বিশেষ অভিযানে ১০৮টি চুরি হওয়া মোবাইল ও বিকাশ নগদের প্রতারোনা চক্রের কাছ থেকে ৩ লক্ষ ৬০ হাজার টাকা উদ্ধার করেছে পুলিশ।
মঙ্গলবার (১৪ অক্টোবর) সকাল ১১টায় জেলা সাইবার ক্রাইম ইনভেষ্টটিগেশন’ র আয়োজেন প্রধান অতিথি পুলিশ সুপার মনিরুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেন। এবং উদ্ধারকৃত মোবাইল ও টাকা প্রকৃত মালিকদের কাছে হস্তান্তর করা হয়েছে।
পুলিশ সুপার বলেন, সাতক্ষীরা জেলার মানুষের জানমালের নিরাপত্তার স্বার্থে আমরা কাজ করে যাচ্ছি। অপরাধ নিয়ন্ত্রণে ও অপরাধ দমনে সাতক্ষীরা জেলা পুলিশ ২৪ ঘন্টা তৎপর আছি। পাশাপাশি সাইবার ক্রাইম ইনভেস্টিগেশন সেল অপরাধ দমনে কাজ করে যাচ্ছে। মোবাইল চুরি বিকাশ নগদে প্রতারনার বিভিন্ন সময়ে যে অভিযোগ এসেছে (গত জুলাই থেকে সেপ্টেম্বর) সেগুলো নিয়ে আমাদের সাইবার ক্রাইম ইনভেস্টিগেশন সেল কাজ করে বিকাশ নগদে প্রতারনা চক্র ধরেছি। এবং ৩ লক্ষ ৬০ হাজার টাকা উদ্ধার করেছি।
বিগত দুই মাসের অধিক সময়ে চুরি হওয়া ১০৮ টি মোবাইল ফোন উদ্ধার করতে সক্ষম হয়েছি। উদ্ধারকৃত মোবাইল ও টাকা হস্তান্তরের জন্য ভুক্তভোগী মোবাইল ও টাকার মালিকদের আহ্বান করেছেন।
তিনি আরো বলেন, এযাবত সাতক্ষীরা সাইবার ক্রাইম ইনস্টিগেশন সেল প্রতারণা চক্রের হাত থেকে ৪৩ লক্ষ টাকার অধিক উদ্ধার করতে সক্ষম হয়েছেন। এবং চুরি হওয়া এক হাজার ৬০০ মোবাইল ফোন উদ্ধার করেছে।
এসময় অতিরিক্ত পুলিশ সুপার মুকিত হাসান খান ও মিথুন সরকার উপস্থিত ছিলেন।

