শুক্রবার, ১৬ই জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ, ২রা মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ, ২৭শে রজব, ১৪৪৭ হিজরি

ছাত্র শিবির নেতা গুম: আন্তর্জাতিক অপরাধ ট্রাইবুনালের তদন্ত টিম বেনাপোলে

আরো খবর

বেনাপোল প্রতিনিধি:
যশোরের বেনাপোলে ছাত্র শিবিরের সাধারণ সম্পাদক রেজওয়ান গুমের ঘটনার দীর্ঘ ৯ বছর পর গণতদন্ত শুরু করেছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইবুনাল। বুধবার সকালে তদন্ত কর্মকর্তা মোয়াজ্জেম হোসেনের নেতৃত্বে ৩ সদস্য টিম বেনাপোলে যান। টিমের কাছে স্বাক্ষ্য প্রদান করেছেন রেজোয়ান হোসেনের চাচা আবু মুছা, চাচাতো ভাই রিপন হোসেনসহ প্রত্যক্ষদর্শী ও স্থানীয় ব্যবসায়ীরা।

শার্শা উপজেলা ছাত্রশিবিরের সাধারন সম্পাদক রেজোয়ান হোসেন ২০১৬ সালের ৪ এপ্রিল বেনাপোল জামে মসজিদের পাশের একটি বাড়ি থেকে বের হয়ে দুর্গাপুর সড়কের তহশিল অফিসের সামনে পৌঁছাতেই ওৎ পেতে থাকা বেনাপোল পোর্ট থানার দারোগা নুর আলমের চোখে পড়ে। বেলা ১২ টার দিকে চায়ের দোকানদারের সামনে থেকে তাকে মটর সাইকেলে উঠিয়ে নিয়ে যায় দারোগা নুর আলম।

 

 

খবর পেয়ে রেজোয়ানের পিতা স্থানীয় মহিষাডাঙ্গা গ্রামের মিজানুর রহমান ছুটে যান পোর্ট থানায়। থানার তৎকালীন ভারপ্রাপ্ত কর্মকর্তা অপুর্ব হাসান এবং তদন্ত কর্মকর্তা শামীম খন্দকারের পায়ে ধরেও খোঁজ পাইনি একমাত্র ছেলে রেজোয়ানের। রেজোয়ান তখন বাগআঁচড়া আফিল উদ্দিন কলেজের অনার্স র্ইতিহাস বিভাগের ছাত্র ছিল।

রেজোয়ান ঘটনার ৯ বছর পর গত বছরের সেপ্টেম্বর মাসে তার বাবা মিজানুর রহমান যশোরের যুগ্ম জেলা জজ আদালতে গুম ও হত্যার অভিযোগ এনে তৎকালীন ভারপ্রাপ্ত কর্মকর্তা অপুর্ব হাসান, তদন্ত কর্মকর্তা শামীম খন্দকার এবং এসআই নুর আলমের নাম উল্লেখ করে মামলা রুজু করেন। এর পর থেকে অপুর্ব হাসান পলাতক রয়েছেন। শামীম খন্দকার ও নুরআলম চাকরিতে বহাল আছেন বলে জানা গেছে।

৯ বছর পর অ বুধবার সকালে আন্তর্জাতিক অপরাধ ট্রাইবুনালের তদন্ত কর্মকর্তা মোয়াজ্জেম হোসেনের নেতৃত্বে ৩ সদস্য টিমের কাছে স্বাক্ষ্য প্রদান করেছেন তার ্স্বজনসহ স্থানীয় ব্যবসায়ী ও প্রতক্ষদর্শীরা।

 

আরো পড়ুন

সর্বশেষ