ভ্রাম্যমাণ প্রতিনিধি:
যশোরের চৌগাছা সরকারি কলেজের সামনের রাস্তায় সম্প্রতি তৈরি করা দুটি উঁচু স্প্রিডব্রেকার এখন জনদুর্ভোগের বড় কারণ হয়ে দাঁড়িয়েছে। প্রায় পাঁচ থেকে ছয় ইঞ্চি উঁচু করে নির্মিত এসব বিডে কোনো রঙ বা সতর্কতা চিহ্ন না থাকায় প্রতিদিনই ঘটছে দুর্ঘটনা।
সরেজমিনে দেখা যায়, সম্প্রতি নির্মিত বিড দুটির উচ্চতা সড়কের স্বাভাবিক মানের তুলনায় অনেক বেশি উচু। এবং বিড দুটি স্লোভ না করার ফলে মোটরসাইকেল, ভ্যান ও রিকশা চালকসহ সাধারণ পথচারীরা চরম ভোগান্তিতে পড়ছেন। স্থানীয়দের দাবি, এই পর্যন্ত অন্তত ছয় থেকে সাতটি দুর্ঘটনা ঘটেছে এই স্থানে।
স্থানীয় এক পথচারী বলেন, “হঠাৎ করে এমন উঁচু বিডে উঠলে অনেকেই ভারসাম্য হারিয়ে ফেলছেন। কেউ ব্রেক করে পড়ে যাচ্ছেন, কেউ আবার না বুঝে সরাসরি ধাক্কা খাচ্ছেন।”
ভ্যানচালক আমিনুর রহমান বলেন, “এমন বিড জীবনে দেখিনি। যাত্রী নিয়ে পারাপার হতে খুব কষ্ট হয়। আমরা চাই দ্রুত এই বিডগুলো ঠিক করে দেওয়া হোক।
স্থানীয়রা অভিযোগ করেন, বিড নির্মাণের সময় যথাযথ মান রক্ষা করা হয়নি এবং রঙ বা সাইন না থাকায় দুর্ঘটনার আশঙ্কা প্রতিনিয়ত বাড়ছে। তাদের দাবি, দ্রুত বিডের উচ্চতা কমিয়ে রঙ দিয়ে চিহ্নিত করা হোক।
এব্যাপারে যশোর সড়ক ও জনপথ বিভাগের নির্বাহী প্রকৌশলী গোলাম কিবরিয়া বলেন, আমি দেখিনি। এমন হলে দ্রুতই প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে। যদি বিডের উচ্চতা মানসম্মত না হয়, সেটি পুনঃনির্মাণ করা হবে বলে জানান।

