শুক্রবার, ১৬ই জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ, ২রা মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ, ২৭শে রজব, ১৪৪৭ হিজরি

মাগুরায় ঘোড়দৌড় প্রতিযোগিতা ও গ্রামীণ মেলা অনুষ্ঠিত 

আরো খবর

বিশ্বজিৎ সিংহ রায়,মহম্মদপুর ( মাগুরা):

 মাগুরা সদর উপজেলার কুচিয়া মোড়া ইউনিয়নের বলুগ্রামে অনুষ্ঠিত হয়েছে,প্রথম বার্ষিকী ঘোড়দৌড় প্রতিযোগিতা ও গ্রামীণ মেলা।

বুধবার ১৫ অক্টোবর বিকেলে স্থানীয় বলুগ্রাম বাসীর উদ্যোগে এ ঘোড়দৌড় প্রতিযোগিতা ও মেলার আয়োজন করা হয়।

চেঙ্গারডাঙ্গা গ্রাম থেকে বলুগ্রাম পর্যন্ত প্রায় দুই কিলোমিটার আঁকাবাঁকা দীর্ঘ পথ পেরিয়ে অনুষ্ঠিত হয় এ ঘোড়দৌড় প্রতিযোগিতা।

ঘোড়ার ছুটে চলা দৌড় দেখতে ভিড় জমায় আশপাশের এলাকার হাজার,হাজার নারী-পুরুষ শিশু-কিশোর।

উৎসুক জনতার উপস্থিতিতে পুরো এলাকাজুড়ে সৃষ্টি হয় এক উৎসবমুখর পরিবেশ।

 ঘোড়দৌড় প্রতিযোগিতা শেষে রাতে অনুষ্ঠিত হয় জনপ্রিয় বিচার গান।

এ বিষয়ে মেলা কমিটির সভাপতি মোঃ বাদশা মোল্লা ও সাধারণ সম্পাদক মোঃ সাইদুর রহমান বলেন,,

গ্রামবাসী আমরা আনন্দ উপভোগ করার জন্য  ঘোড়দৌড় প্রতিযোগিতা,মেলা ও বিচার গানের আয়োজন করেছি।বলুগ্রামের পাশে বসে মেলার স্টল,দোকানপাট,পসরা ও বিচার গানের আসর।

ঘোড়দৌড় প্রতিযোগিতা শেষে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন ঘোড়দৌড় মেলা কমিটি।

আরো পড়ুন

সর্বশেষ