নিজস্ব প্রতিবেদক: যশোরে জনউদ্যোগের আয়োজনে শনিবার সাংবাদিক, কলামিস্ট ও সমাজ সেবক বীর মুক্তিযোদ্ধা রুকুনউদ্দৌলাহ র স্মরণ সভা অনুষ্ঠিত হয়েছে। বিকাল সাড়ে ৪টায় পৌর কমিউনিটি সেন্টারে এই সভা অনুষ্ঠিত হয়।
স্মরণ সভা প্রস্তুতি কমিটির আহবায়ক এ্যাড আবুল হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় আলোচনা করেন সিপিবি জেলা সভাপতি মাহাবুবুর রহমান মজনু, সংবাদ পত্র পরিষদের সভাপতি একরাম উদদৌলা,জাসদ কেন্দ্রীয় ভারপ্রাপ্ত সভাপতি এ্যাডঃ রবিউল আলম, শিল্পকলা একাডেমির সাবেক সাধারন সম্পাদক এ্যাড. মাহমুদ হাসান বুলু, গ্রামের কাগজের সম্পাদক মবিনুল ইসলাম মবিন,দলিত নেতা বিভুতোষ রায়,বাচিক শিল্পী শ্রাবণী সুর, নারী নেতৃ হাবিবা শেফা, কৃষিবীদ রফিকুল ইসলাম, নাট্য কর্মী হাসান হাফিজুর রহমান ও জনউদ্যোগের নাসির উদ্দিন। রুকুন উদদৌলার জীবনী পাঠ করেন বিথিকা সরকার। সমগ্রঅনুষ্ঠান সঞ্চালন করেন হাবিবুর রহমান মিলন।
বক্তারা বলেন, সাংবাদিক রুকুন উদদৌলা একজন প্রকৃত সাংবাদিক ছিলেন, তিনি কখনো আপস করেন নাই, নবাগত সাংবাদিকদের উৎসাহিত করতেন ও ভালো সংবাদ কর্মী হওয়ার শিক্ষা দিতেন। তার লেখা কলাম”গ্রাম গ্রমান্তরে “তিনি দেশের কৃষকের জীবন যন্ত্রণা জীবন্ত ভাবে তুলে ধরতেন।
অসাম্প্রদায়িক ও মুক্তিযুদ্ধের চেতনা ধারণকারী একজন সাহসী মানুষ ছিলেন। তিনি সমতাভিত্তিক দেশের স্বপ্ন দেখতেন। রুকুন উদদৌলার একমাত্র কন্য মিষ্টি ও জামাই রকিবুল সভায় উপস্থিত ছিলেন।

