কেশবপুর প্রতিনিধি:
বাংলা সাহিত্যের অমিত্রাক্ষর ছন্দের প্রবর্তক মহাকবি মাইকেল মধুসূদন দত্তের আগামী ২৫ জানুয়ারি ২০২তম জন্মবার্ষিকী-২০২৬ উদযাপন উপলক্ষে অনুষ্ঠিত প্রস্তুতিমূলক সভায় এবার সাগরদাঁড়িতে সপ্তাহব্যাপী ‘মধুমেলা-২০২৬’ আয়োজনের প্রাথমিক সিদ্ধান্ত গ্রহণ করা সম্ভব হয়নি।
সভায় জাতীয় সংসদ নির্বাচন এবং মেলার সময়ের মধ্যে স্বল্প ব্যবধান থাকায় সরকারি সিদ্ধান্তের ওপর নির্ভর করে পরবর্তী পদক্ষেপ নেওয়া হবে বলে জানানো হয়েছে।
সোমবার (২০ অক্টোবর) বিকেলে যশোর জেলা কালেক্টরেট সভাকক্ষ ‘অমিত্রাক্ষর’-এ যশোর জেলা প্রশাসনের আয়োজনে এই প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়। সভায় যশোর জেলা ও কেশবপুর উপজেলা প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ, বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, সাংবাদিক ও বিভিন্ন সামাজিক-সাংস্কৃতিক সংগঠনের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন। দীর্ঘসময় ধরে সবার উন্মুক্ত আলোচনা ও মতামতের ভিত্তিতে মধুমেলা-২০২৬ উদযাপনের প্রাথমিক সিদ্ধান্ত স্থগিত রাখা হয়।
সভায় সভাপতিত্ব করেন যশোরের জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট মোহাম্মদ আজাহারুল ইসলাম। তিনি জানান, আগামী ফেব্রুয়ারির প্রথমার্ধে ক্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। জাতীয় নির্বাচন এবং মধু মেলার সময়ের ব্যবধান খুবই কম হওয়ায় গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মন্ত্রী পরিষদ বিভাগের সিদ্ধান্তের জন্য অপেক্ষা করতে হবে।
তিনি আরও বলেন, আজকের প্রস্তুতিমূলক সভার বিষয়বস্তু মন্ত্রীপরিষদ বিভাগকে জানানো হবে এবং সেখান থেকে সিদ্ধান্ত আসার পর পরবর্তী পদক্ষেপ নেয়া হবে। সভায় ২৫ জানুয়ারি মহাকবি জন্মদিন উপলক্ষে আপাতত একদিনের আলোচনা সভা অনুষ্ঠানের প্রাথমিক সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

