ভ্রাম্যমান প্রতিনিধি:
যশোর ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে অভ্যন্তরে একজন ভুয়া ইন্টার্নি নার্স আটকের পর হাসপাতালের তত্বাবধায়কমুছলেকা নিয়ে সতর্ক করে ছেড়ে দেন। বৃহস্পতিবার সকালে এঘটনা ঘটে।
আটক নারী বাগেরহাট জেলার সদর উপজেলার কার্ত্তিক দিয়া গ্রামের জাহিদ মল্লিকের মেয়ে নীলা মল্লিক (২৫)। জন্মনিবন্ধন সূত্রে যশোর জেলার মনিরামপুর উপজেলার খানপুর ইউনিয়নের ৩৫৮ ভরতপুর, , ০৫ নম্বর ওয়ার্ডের বাসিন্দা।
হাসপাতাল ও পুলিশ সূত্রে জানা যায়, বৃহস্পতিবার সকাল সাড়ে দশটার দিকে হাসপাতালের অভ্যন্তরে জরুরী বিভাগে অ্যাপ্রন পরিহিত অবস্থায় ঘুরাঘুরি করতে দেখে ডা: শফিউল্লাহ সবুজ পুলিশ বক্সে খবর দিলে হাসপাতালের কর্তব্যরত পুলিশ সদস্য জরুরী বিভাগে গিয়ে হেফাজতে নেয়। পরে থানায় খবর দিলে থানা পুলিশ এসে হাসপাতালের তত্বাবধায়কের কাছে নিয়ে গেলে মুছলেকা নিয়ে সতর্ক করে ছেড়ে দেন।
ওই নারী নার্স জানান, তিনি মনিরামপুর উপজেলার স্বাস্থ্য কমপ্লেক্সে নার্স হিসেবে কাজ করেন।
এ ব্যাপারে হাসপাতালে তত্ত্বাবধায়ক ঘটনার সত্যতা নিশ্চিত করেন।

