শুক্রবার, ১৬ই জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ, ২রা মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ, ২৭শে রজব, ১৪৪৭ হিজরি

মনিরামপুরে পাঁচ শহীদ স্মরণে কর্মসূচি পালিত

আরো খবর

বিশেষ প্রতিনিধি:
যশোরের মনিরামপুরে ১৯৭১ সালের ২৩ অক্টোবর শহীদ পাঁচ বিপ্লবীকে শ্রদ্ধায় স্মরণ করা হয়েছে। বৃহস্পতিবার চিনাটোলার হরিহর নদীর তীরের বধ্যভূমিতে শহীদ বিপ্লবী স্মৃতি রক্ষা কমিটির আয়োজনে অনুষ্ঠিত হয় ৫৪তম শহীদ দিবসের কর্মসূচি।

 

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন শহীদ বিপ্লবী স্মৃতি রক্ষা কমিটির উপজেলা আহবায়ক গাজী আব্দুল হামিদ এবং সঞ্চালনা করেন সদস্য শেখর বিশ্বাস।

আলোচনায় বক্তব্য রাখেন বাংলাদেশের বিপ্লবী কমিউনিস্ট লীগ যশোর জেলা কমিটির সম্পাদক ও কেন্দ্রীয় সদস্য কমরেড তসলিম উর রহমান, সংগঠনের প্রবীণ নেতা নাজিমুদ্দিন, বীর মুক্তিযোদ্ধা আলাউদ্দিন, আসাদ স্মৃতি সংঘের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক ওহেদুর রহমান ডেলটা, ২৪-শে ছাত্র আন্দোলনের প্রধান সমন্বয়ক রাশেদ খান, বিপ্লবী নারী মুক্তি পরিষদের সদস্য জাহানারা মুক্ত, বিপ্লবী যুব মৈত্রীর নেতা আহাদ আলী মুন্না, জাতীয় কৃষক খেতমজুর সমিতির অনিল বিশ্বাস ও ভবদহ পানি নিষ্কাশন সংগ্রাম কমিটির রাজু আহমেদ প্রমুখ।

 

এর আগে শহীদদের সমাধিতে পুষ্পস্তবক অর্পণ করেন শহীদ স্মৃতি রক্ষা কমিটি, বাংলাদেশের বিপ্লবী কমিউনিস্ট লীগ, বিপ্লবী যুব মৈত্রী ও বিপ্লবী ছাত্র মৈত্রীর নেতৃবৃন্দ।

১৯৭১ সালের ২৩ অক্টোবর পাক হানাদার বাহিনীর হাতে শহীদ হন মনিরামপুরের চিনাটোলা বাজার সংলগ্ন হরিহর নদীর তীরে কমরেড আসাদউজ্জামান আসাদ, সিরাজুল ইসলাম শান্তি, আহসান উদ্দিন মানিক, মাশুকুর রহমান তোজো ও ফজলু দফাদার।

 

আলোচনায় বক্তারা বলেন, শহীদ পাঁচ বিপ্লবী বিশ্বাস করতেন স্বাধীনতা শুধু পতাকা অর্জনের নয়, বরং অন্ন, বস্ত্র, জমি ও মর্যাদার ন্যায্য অধিকারের লড়াই। তারা শোষণমুক্ত সমাজ প্রতিষ্ঠার লক্ষ্যে জীবন উৎসর্গ করেছিলেন।

আরো পড়ুন

সর্বশেষ