বেনাপোল প্রতিনিধি:
যশোরের বেনাপোলে মাদকবিরোধী অভিযানে ৩০ পুরিয়া হেরোইনসহ মো. সোহাগ হোসেন (৩৭) নামে এক যুবককে গ্রেফতার করেছে পুলিশ। সোমবার (২৭ অক্টোবর) সকালে তাকে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দিয়ে যশোর বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে। আটক সোহাগ শার্শা উপজেলার লক্ষণপুর মধ্যপাড়া গ্রামের বিল্লাহ হোসেনের ছেলে।
পুলিশ সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে সোমবার সকালে বেনাপোল বাজার বলফিল্ডের দক্ষিণে ডাক্তার মোহাম্মদ আলীর বাড়িতে অভিযান পরিচালনা করা হয়। ওই বাড়ির ভাড়াটিয়া পলাতক আসামি কাকুলি খাতুনের (২৪) ঘরে তল্লাশি চালিয়ে সোহাগকে ৩০ পুরিয়া হেরোইনসহ গ্রেফতার করা হয়। তবে পুলিশের উপস্থিতি টের পেয়ে কাকুলি খাতুন ঘটনাস্থল থেকে পালিয়ে যায়।
বেনাপোল পোর্ট থানার উপ-পরিদর্শক (এসআই) মানিক বলেন, “মাদকবিরোধী অভিযানে সোহাগ নামে এক যুবককে ৩০ পুরিয়া হেরোইনসহ গ্রেফতার করা হয়েছে। তার বিরুদ্ধে মামলা দিয়ে আদালতে সোপর্দ করা হয়েছে। পলাতক কাকুলি খাতুনকে ধরতে পুলিশি তৎপরতা অব্যাহত রয়েছে।”

