নিজস্ব প্রতিবেদক: যশোর সদর কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে শীতকালীন শাকসবজি ও মাঠফসলের বীজ এবং রাসায়নিক সার বিতরণ করা হয়েছে।
মঙ্গলবার যশোর সদর উপজেলা পরিষদ হলরুমে কৃষি প্রণোদনা কর্মসূচির আওতায় এ বীজ বিতরণ কার্যক্রম অনুষ্ঠিত হয়।
সদর উপজেলা কৃষি অফিসার রাজিয়া সুলতানা সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সদর উপজেলা নির্বাহী অফিসার শারমিন আক্তার। আরো উপস্থিত ছিলেন প্রেসক্লাব যশোরের সভাপতি জাহিদ হাসান টুকুন, দৈনিক লোকসমাজের ভারপ্রাপ্ত সম্পাদক আনয়ারুল কবির নান্টু, কৃষি সম্প্রসারণ অফিসার জাহিদুর রহমান প্রমূখ।
প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, “কৃষি আমাদের অর্থনীতির মূল ভিত্তি। দেশের খাদ্য নিরাপত্তা, পুষ্টি চাহিদা পূরণ ও কৃষকের জীবনমান উন্নয়নে কৃষির ভূমিকা অপরিসীম। কৃষকদের নিরাপদ ফসল উৎপাদনে মনোযোগী হতে হবে এবং যথাযথভাবে সার ও কীটনাশক ব্যবহার করতে হবে।এতে উৎপাদন খরচ কমবে, পরিবেশের ভারসাম্য রক্ষা পাবে।
অনুষ্ঠানে স্বাগত বক্তব্যে সদর উপজেলা কৃষি অফিসার রাজিয়া সুলতানা বলেন সদর উপজেলার বিভিন্ন ইউনিয়নের ৩,৭৯০ জন ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকের মাঝে রবি মৌসুমে আগাম শীতকালীন শাকসবজি, বসতবাড়ি ও মাঠে চাষাবাদ এবং উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে সরিষা, গম, শীতকালীন পেঁয়াজ, মসুর, খেসারী ও অড়হর বীজ এবং রাসায়নিক সার বিতরণ করা হয়।
অনুষ্ঠানে উপজেলা কৃষি অফিসের কর্মকর্তা-কর্মচারী ও স্থানীয় বিভিন্ন এলাকার কৃষক-কৃষাণীরা উপস্থিত ছিলেন।

