শুক্রবার, ১৬ই জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ, ২রা মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ, ২৭শে রজব, ১৪৪৭ হিজরি

বেতন বৃদ্ধিসহ বিভিন্ন দাবিতে যশোরে গ্রামীণ ডাক কর্মচারীদের মানববন্ধন

আরো খবর

 নিজস্ব প্রতিবেদক:
বর্তমান বাজারমূল্যের সঙ্গে সঙ্গতিপূর্ণ বেতন কাঠামো ও ন্যূনতম জীবনযাপনের নিশ্চয়তার দাবিতে যশোরে মানববন্ধন করেছে গ্রামীণ ডাক কর্মচারী ইউনিয়ন, যশোর জেলা শাখা।
শনিবার সকালে যশোর ডাকঘর চত্বরে আয়োজিত এই মানববন্ধনে জেলার বিভিন্ন উপজেলার গ্রামীণ ডাক কর্মচারীরা অংশ নেন। বক্তারা বলেন, “আমাদের বেতন কাঠামো এখনো ব্রিটিশ আমলের মতোই রয়ে গেছে। একজন পোস্টমাস্টারের বেতন মাত্র ৪ হাজার ৪৬০ টাকা, পিয়নের ৪ হাজার ৩৫৪ টাকা, রানারের ৪ হাজার ১৭৭ টাকা ও অফিস আয়ার ৪ হাজার ৬০ টাকা—এই টাকায় পরিবার-পরিজন নিয়ে এক মাস চলা অসম্ভব।”
বক্তারা আরও অভিযোগ করেন, ডাক বিভাগের ডিজি মহোদয়ের অনাগ্রহের কারণে দেশের প্রায় ২৬ হাজার গ্রামীণ ডাক কর্মচারী মানবেতর জীবন যাপন করছে। তারা জানান, প্রতিদিন জনগণের গুরুত্বপূর্ণ চিঠিপত্র, মানি অর্ডার, ড্রাইভিং লাইসেন্সসহ নানা সরকারি নথি পৌঁছে দিচ্ছেন তারা, কিন্তু তবুও প্রাপ্য মর্যাদা ও ন্যায্য বেতন পাচ্ছেন না।
মানববন্ধনে তারা চার দফা দাবি তুলে ধরেন: দাবিগুলো হচ্ছে বেতন ও ভাতা বৃদ্ধি; বিলিকারী ও বহনকারীদের জন্য বাইসাইকেল ও পোশাক সরবরাহ; উৎসব ভাতা প্রদান; সকল কর্মচারীর জন্য নির্ধারিত পে-স্কেল বাস্তবায়ন।
গ্রামীণ ডাক কর্মচারী ইউনিয়নের যশোর জেলা শাখার সাধারণ সম্পাদক মোঃ আকাশ খান মানববন্ধনে বলেন, “আমরা সরকারের নিকট অনুরোধ করছি—আমাদের বেতনভাতা বাজারমূল্যের সঙ্গে সঙ্গতিপূর্ণভাবে পুনঃনির্ধারণ করা হোক। অন্যথায় আমাদের বেঁচে থাকা কঠিন হয়ে পড়বে।”
তিনি আরও জানান, দাবিগুলো দ্রুত বাস্তবায়ন না হলে সারাদেশে কর্মসূচি ঘোষণা করা হবে।

আরো পড়ুন

সর্বশেষ