শুক্রবার, ১৬ই জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ, ২রা মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ, ২৭শে রজব, ১৪৪৭ হিজরি

মহম্মদপুরে বিএনপির দু’গ্রুপে সংঘর্ষ, আহত ১৫

আরো খবর

মহম্মদপুর/ নড়াইল প্রতিনিধি:
নড়াইলের সীমান্তবর্তী জেলা মাগুরা-২ আসনে মনোনয়ন পাওয়া না-পাওয়ার দ্বন্দ্বে বিএনপি নেতা অ্যাড. নিতাই রায় চৌধুরী ও রবিউল ইসলাম নয়নের সমর্থকদের মধ্যে সংঘর্ষে নড়াইল ও মাগুরা জেলার (সীমান্তবর্তী) বাসিন্দা অন্তন ১৫জন আহত হয়েছেন। মঙ্গলবার (৪ নভেম্বর) সকালে মাগুরা জেলার সীমান্ত ঘেঁষা মোবারকপুর ও নড়াইলের চাকুলিয়া গ্রামে দুই দফায় এ সংঘর্ষের ঘটনা ঘটে। সংঘর্ষে আহতদের নড়াইল সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।

 

স্থানীয় সূত্রে জানা যায়, রাজনীতি ও এলাকায় আধিপত্য বিস্তারসহ নানা ইস্যুতে মাগুরার মোহাম্মদপুর উপজেলার মোবারকপুর গ্রাম ঘেঁষা নড়াইলের লোহাগড়া উপজেলার চাকুলিয়া গ্রামের দুই পক্ষের বিরোধ দীর্ঘদিনের।

 

বিবদমান পক্ষদু’টির একটিতে মোহাম্মদপুর উপজেলার মোবারকপুর গ্রামের কাইজার মোল্যা ও নড়াইলের মশাখালী গ্রামের তৌহিদুর মেম্বার এবং অপরপক্ষে মোবারকপুর গ্রামের নজরুল মোল্যা ও মশাখালি গ্রামের আলমগীর ফকিরের নেতৃত্বে সম্প্রতি বিএনপির নিতাই রায় চৌধুরী ও রবিউল ইসলাম নয়ন এই দুই শিবিরে বিভক্ত হয়ে দ্বন্দ্বে জড়ায়।

 

সোমবার (৩ নভেম্বর) রাতে বিএনপি ২৩৭ আসনে মনোনয়ন চুড়ান্ত করলে মাগুরা-২ আসনে অ্যাড. নিতাই রায় চৌধুরী মনোনয়ন লাভ করেন।

এঘটনায় দুই পক্ষে উত্তেজনার এক পর্যায়ে সংঘর্ষ লিপ্ত হয়। ফলে, দুই পক্ষের ৩জন আহত হন। এরই জের ধরে মঙ্গলবার সকালে উভয় পক্ষ ব্যাপক প্রস্তুতি নিয়ে উভয় পক্ষ সংঘর্ষে জড়ায়। এতে উভয় পক্ষের আরও ১২জনসহ মোট ১৫ জন আহত হন। আহতদের মধ্যে ১২জনকে উদ্ধার করে চিকিৎসার জন্য নড়াইল সদর (জেলা) হাসপাতালে ভর্তি করা হয়েছে। অন্যদের স্থানীয়ভাবে চিকিৎসা দেওয়া হয়েছে।

 

মোহাম্মদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আঃ রহমান সংঘর্ষের বিষয় নিশ্চিত করে বলেন, এলাকায় পুলিশ মোতায়েন করা হয়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রনে।

 

আরো পড়ুন

সর্বশেষ