শুক্রবার, ১৬ই জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ, ২রা মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ, ২৭শে রজব, ১৪৪৭ হিজরি

রংপুরে শিশু ধর্ষণ মামলার আসামি যশোরে গ্রেফতার

আরো খবর

নিজস্ব প্রতিবেদক:
রংপুরের গঙ্গাচড়া থানার চাঞ্চল্যকর বাকপ্রতিবন্ধী শিশু ধর্ষণ মামলার এজাহারভুক্ত একমাত্র পলাতক আসামি মাসুদ মিয়া (৪৭)কে গ্রেফতার করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)-৬।

র‌্যাব-৬, সিপিসি-৩, যশোর, র‌্যাব-১ ও র‌্যাব-১৩ এর একটি যৌথ দল গোপন সংবাদের ভিত্তিতে মঙ্গলবার রাত সাড়ে ৯টার দিকে যশোরের ঝিকরগাছা থানার ছুটিপুর বাজার এলাকায় অভিযান চালিয়ে তাকে আটক করে।

আটক মাসুদ মিয়া রংপুর জেলার গঙ্গাচড়া থানার উত্তর কোলকোন্দ গ্রামের মৃত মোয়াজ্জেম হোসেনের ছেলে।

র‌্যাব জানায়, গত ১৬ জুলাই ২০২৫ মাসুদ মিয়া তার এলাকার এক বাকপ্রতিবন্ধী শিশুকে জোরপূর্বক ধর্ষণ করেন। এ ঘটনায় বাক প্রতিবন্ধীর দাদী বাদী হয়ে গঙ্গাচড়া থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা দায়ের করেন। ঘটনার পর থেকে আসামি পলাতক ছিলেন।

র‌্যাব জানায়, সাম্প্রতিক সময়ে দেশজুড়ে ধর্ষণ ও নারী নির্যাতনের ঘটনায় চাঞ্চল্য সৃষ্টি হওয়ায় এ ধরনের অপরাধীদের আইনের আওতায় আনতে র‌্যাব নিয়মিত অভিযান পরিচালনা করছে এবং গোয়েন্দা নজরদারি জোরদার করেছে। গ্রেফতারকৃত আসামিকে বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য যশোর কোতোয়ালি মডেল থানায় হস্তান্তর করা হয়েছে।

আরো পড়ুন

সর্বশেষ