নিজস্ব প্রতিবেদক:
আওয়মী লীগের(কার্যক্রম নিষিদ্ধ) প্রেসিডিয়াম সদস্য ও সাবেক এমপি এ্যাড. পীযুষ কান্তি ভট্টাচার্য্য শেষ নিশ্বাস ত্যাগ করেছেন। বৃহস্পতিবার সকালে যশোর বেজপাড়া বাসায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৯০ বছর। মৃত্যুকালে তিনি স্ত্রী, পুত্র ও কন্যাসহ অসংখ্যা গুণগ্রাহী রেখে গেছেন।
তিনি ১৯৪০ সালের ১ মার্চ যশোরের মনিরামপুরের পাড়ালা গ্রামে জন্মগ্রহণ করেন। তিনি খাজুরা এম. এন. মিত্র বহুমুখী উচ্চ বিদ্যালয় থেকে মাধ্যমিক ও মাইকেল মধুসূদন কলেজ থেকে উচ্চ মাধ্যমিক পরীক্ষায় উত্তীর্ণ হন। ১৯৬১ সালে তিনি রাজশাহী বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক সম্পন্ন করেন। ১৯৬৮ সালে তিনি সেখান থেকেই স্নাতকোত্তর ডিগ্রি লাভ করেন। তিনি বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধের একজন সংগঠক ছিলেন।
পীযুষ কান্তি ভট্টাচার্য্য মশিহাটি হাইস্কুল ও গোপালপুর হাই স্কুলে শিক্ষকতা করেছেন। এছাড়া, তিনি কেশবপুর ডিগ্রি কলেজেও শিক্ষকতা করেছেন। তিনি মনিরামপুর ডিগ্রি কলেজের উপাধ্যক্ষ ছিলেন।
বীর মুক্তিযোদ্ধা পীযুষ কান্তি ভট্টাচার্য্য ১৯৭৩ সালে যশোর-৫ আসনের সাংসদ হিসেবে নির্বাচিত হয়েছিলেন।

