বাঁকড়া (ঝিকরগাছা) প্রতিনিধি:
যশোরের ঝিকরগাছা হতে চুয়াডাঙ্গা জীবননগরের গোয়ালপাড়া হতে অপহৃত ৫জনকে ২২দিন পর ঝিকরগাছা হাজিরবাগ ইউনিয়নের কুল্লা গ্রাম হতে একটি তালাবদ্ধ বসত বাড়ির খামার থেকে পুলিশ উদ্ধার করেছেন বলে জানা যায়।
গত বুধবার ভোর রাতে চুয়াডাঙ্গা পুলিশ সুপার গোলাম মাওলার নির্দেশে অতিরিক্ত পুলিশ সুপার আবু জামাল নাসের এর নেতৃত্বে জেলা পুলিশের সাইবার ক্রাইম অপরাধ প্রতিরোধ টিম, পুলিশের গোয়েন্দা শাখা (ডিবি) ও জীবননগর থানা পুলিশ যৌথভাবে গোপন সংবাদের ভিত্তিতে একটি টিম যশোর জেলার ঝিকরগাছা থানার হাজিরবাগ ইউনিয়নের কুল্লা গ্রামে এক অভিযান চালায়।
এসময় রেজাউল হোসেনের খামারের তালাবদ্ধ গোডাউন ঘেরাও করে গোডাউনের তালা ভেঙ্গে ভিতর থেকে অপহৃত ৫জনকে উদ্ধার করা হয়।
উদ্ধারকৃতরা হলেন, জীবননগর উপজেলার সীমান্ত ইউনিয়নের গোয়াল পাড়া গ্রামের মমিন হোসেনের ছেলে স্বপন(৪০)আতিয়ার রহমানের ছেলে আবুল হোসেন (৩০)আনার (৫২) ও তার ছেলে শফি (২৭) এবং শওকত আলির ছেলে হাসান (২৭)।
উল্লেখ্য স্থানীয় সূত্র জানায়, গোয়ালপাড়া গ্রামে সম্প্রতি একটি স্বর্ণের চালান নিয়ে বিরোধের ঘটনা ঘটে। এ ঘটনাকে কেন্দ্র করেই গ্রামের স্বর্ণ চোরাচালানচক্রের মধ্যে দ্বন্দ্ব শুরু হয়। নিখোঁজ পাঁচজনের ঘটনাটিও সেই বিরোধের ধারাবাহিকতায়।
অজ্ঞাতনামা ৩/৪জনের বিরুদ্ধে বাদীর ছেলেসহ অন্যান্য ভিকটিমদের অপহরণের দায়ে জীবননগর থানায় এজহার করা হয়েছে বলে জানা গেছে।
আসামীরা স্বর্ণ চোরাচালান ও আত্নসাতকে কেন্দ্র করে শফিকুল ইসলাম(৩৫) ও আনারুল ইসলাম(৫০), উভয় সাং-গোয়ালপাড়া (মাঠপাড়া), থানা-জীবননগর, জেলা-চুয়াডাঙ্গাদ্বয়কে গত ১২ই অক্টোবর সন্ধ্যার দিকে এবং গত ১৩ই অক্টোবর ২০২৫ তারিখ সকাল ৯টার দিকে ভিকটিম হাসান মিয়া(২৬) সাং-গোয়ালপাড়া(মাঠপাড়া) আবুল হোসেন(২৭) ,সাং-গোয়ালপাড়া(ক্লাবপাড়া)স্বপন ইসলাম(৪৪), সাং-গোয়ালপাড়া(মাঠপাড়া), থানা-জীবননগর, জেলা-চুয়াডাঙ্গাদের অজ্ঞাতনামা রেখে আসামীরা অপহরণ করে নিয়ে যায় বলে এজহার দায় করেন।
জানতে চাইলে চুয়াডাঙ্গা জেলার পুলিশ সুপার খন্দকার গোলাম মওলা বলেন ঝিকরগাছা থানাধীন হাজিরবাগ ইউনিয়নের কুল্লা গ্রামের নির্জন একটি জায়গায় অবস্থিত রেজাউল ইসলাম এর খামার হতে শ্বাসরুদ্ধকর অভিযানের মাধ্যমে ভিকটিমদের উদ্ধার করা হয়। এসময় খামারবাড়ীর মালিক রেজাউল ইসলাম ও আব্দুল গফ্ফার আগেই পালিয়ে যায়।
খামারবাড়ী হতে আসামী বিল্লাল হোসেন(৪০), পিতা- আব্দুল কাদের,সাং-বাঁকড়া, সাগরিকা খাতুন(২৮), স্বামী- বিল্লাল হোসেন, পিতা-মোসলেম মোড়ল,সাং-শিমুলিয়া, উভয় থানা-ঝিকরগাছা, জেলা-যশোরকে ভিকটিমদের পাহারারত অবস্থায় এবং ভিকটিমদের চিকিৎসা প্রদানকারী গ্রাম্য ডাক্তার বিকাশ দেবনাথ(৩০), পিতা-রঞ্জন দেবনাথ, ঝিকরগাছা,জেলা-যশোরকে গ্রেফতার পূর্বক পুলিশ হেফাজতে গ্রহণ করা হয়েছে।
উদ্ধারকৃত ভিকটিমদের জিজ্ঞাসাবাদে জানা যায় যে, গত ১২ই অক্টোবর ২০২৫তারিখ সকাল আনুমানিক ১০টার দিকে বগার মাঠের মধ্য দিয়ে ভিকটিম ও স্বর্ণ পাচারকারী শফিকুল ইসলাম ৫০ পিস স্বর্ণের বার খোয়া যায়।
উক্ত স্বর্ণের বার খোয়া যাওয়ার ফলে স্বর্ণের বারের মালিক পক্ষরা ভিকটিমদের অপহরণ করে রেজাউল ইসলাম এর খামারের গোডাউনে আটক রেখে অমানুষিক শারীরিক নির্যাতন করে এবং শফিকুলের ৪টি আংগুল কেটে দেয় বলে জানা যায়।

