শনিবার, ১৭ই জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ, ৩রা মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ, ২৮শে রজব, ১৪৪৭ হিজরি

মনিরামপুরে ডেঙ্গুর প্রকোপ বৃদ্ধি,হাসপাতালে ভর্তি রোগী

আরো খবর

 নিজস্ব প্রতিবেদক:যশোরের মনিরামপুর উপজেলায় ডেঙ্গু পরিস্থিতি ক্রমেই উদ্বেগজনক হয়ে উঠছে। প্রতিদিনই নতুন রোগী শনাক্ত হচ্ছেন এবং আক্রান্তদের অনেকেই চিকিৎসার জন্য উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি হচ্ছেন।
বৃহস্পতিবার (৬ নভেম্বর) সরেজমিনে মনিরামপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে গিয়ে জানা যায়, বর্তমানে সেখানে ডেঙ্গু আক্রান্ত ৬ জন রোগী চিকিৎসাধীন রয়েছেন।
ভর্তি রোগীরা হলেন—১. সালমা মোল্লা (৬৮), পিতা: পাচু মোল্লা, গ্রাম: বাহিরঘরিয়া, আমরুঝুটা।
২. রবিউল (৩৫), পিতা: আনছার আলী সরদার, গ্রাম: জামলা।৩. জেলাউল (৫২), পিতা: মৃত আবু তালেব, গ্রাম: জলকর রহিতা।৪. জামিনুর (১৮), পিতা: আব্দুল হাই, গ্রাম: মাহমুদকাঠি।৫. আসাদুজ্জামান (৩০), পিতা: লিয়াকত আলী, গ্রাম: হাকোবা।৬. তাসনিম (৪), পিতা: সোহাগ হোসেন, গ্রাম: টেংরামারি।
রোগীদের সঙ্গে কথা বলে জানা যায়, হাসপাতালের সেবায় তারা সন্তুষ্ট। তবে পর্যাপ্ত বেডের অভাব রয়েছে বলে অভিযোগ করেছেন অনেকে।উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সূত্রে জানা গেছে, প্রতিদিনই নতুন করে ডেঙ্গু রোগী শনাক্ত হচ্ছে। যদিও এখন পর্যন্ত কেউ গুরুতর অবস্থায় নেই, তবু পরিস্থিতি নিয়ে সতর্ক থাকতে পরামর্শ দিয়েছেন চিকিৎসকরা।
মনিরামপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার ডা. মো. সাইফুদ্দিন আহম্মেদ বলেন, “ডেঙ্গু প্রতিরোধের মূল উপায় হলো পরিষ্কার-পরিচ্ছন্ন থাকা এবং যেকোনো স্থানে জমে থাকা পানি অপসারণ করা। স্থানীয়রা সচেতন হলে ডেঙ্গুর বিস্তার রোধ সম্ভব।”
চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীরা স্থানীয়দের নিয়মিত মশার প্রজননস্থল ধ্বংস এবং ব্যক্তিগত সতর্কতা অবলম্বনের আহ্বান জানিয়েছেন।

আরো পড়ুন

সর্বশেষ