শুক্রবার, ১৬ই জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ, ২রা মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ, ২৭শে রজব, ১৪৪৭ হিজরি

যশোরে পুলিশ লাইন বিদ্যালয়ে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ

আরো খবর

নিজস্ব প্রতিবেদক:
যশোর পুলিশ লাইন মাধ্যমিক বিদ্যালয়ের উদ্যোগে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা-২০২৫ এর পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (৬ নভেম্বর) বিদ্যালয় প্রাঙ্গণে এই অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যশোরের পুলিশ সুপার ও বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি রওনক জাহান। প্রধান অতিথি তাঁর বক্তব্যে বলেন, “শিক্ষার পাশাপাশি শারীরিক ও মানসিক বিকাশ ঘটিয়ে নিজেকে একজন পূর্ণাঙ্গ মানুষ হিসেবে গড়ে তুলতে হবে।
যশোর বোর্ডের অন্যতম বিদ্যাপীঠ হিসেবে পুলিশ লাইন মাধ্যমিক বিদ্যালয় অতীতের ঐতিহ্য ধারণ করে আজও সুশৃঙ্খলভাবে এগিয়ে চলছে।”
তিনি আরও বলেন, বিদ্যালয়ের শিক্ষকমণ্ডলী, অভিভাবক ও পরিচালনা পর্ষদের সম্মিলিত প্রচেষ্টায় এই ধারাবাহিক উন্নয়ন ভবিষ্যতেও বজায় থাকবে বলে তিনি বিশ্বাস করেন।পরে প্রধান অতিথি বিজয়ী শিক্ষার্থীদের হাতে পুরস্কার তুলে দেন।
অনুষ্ঠানে বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষিকা, অভিভাবক, ছাত্র-ছাত্রীবৃন্দসহ জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

আরো পড়ুন

সর্বশেষ