বেনাপোল প্রতিনিধি: বেনাপোল পৌরসভার সাবেক মেয়র ও পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নাসির উদ্দিনের গ্রামের বাড়িতে অগুন দিলো দুর্বৃত্তরা। বৃহস্পতিবার রাত ১২টা ৪৫ মিনিটের দিকে পৌরসভার ৯ নং ওয়ার্ড বড়আঁচড়া গ্রামে এ ঘটনা ঘটে।
সাবেক মেয়র নাসির উদ্দিনের চাচাতো ভাই সজিব রহমান জানান, গভীর রাতে তাদের বাড়ির একটি অংশে পরিকল্পিতভাবে পেট্রোল দিয়ে অগুন দেওয়া হয়েছে। স্থানীয়রা হঠাৎ আগুনের লেলিহান শিখা দেখতে পেয়ে বালতি দিয়ে পানি মেরে ঘন্টাব্যাপী আগুন নেভানোর চেষ্টা চালায়। সে সময় গ্রামবাসি ফায়ার সার্ভিসে খবর দেওয়া হয়। পরে বেনাপোল ফায়ার সার্ভিস স্টেশনের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়। তবে ততক্ষণে বাড়ির একটি অংশের প্রায় ৭০ শতাংশ পুড়ে ছাই হয়ে যায়।
তিনি আরও অভিযোগ করেন, অজ্ঞাত দুর্বৃত্তরা পরিকল্পিতভাবে তাদের বাড়িতে আগুন দিয়েছে। এ ঘটনায় তিনি ক্ষোভ প্রকাশ করে নাশকতাকারীদের প্রতি তিবৃ ঘৃণা জানিয়েছেন।
স্থানীয়রা জানায়, সাবেক মেয়র নাসিরের ছোট চাচা মফিজুর রহমানের রান্না ঘরে কে বা কারা রাতে পেট্রোল দিয়ে আগুন লাগিয়ে দেই। এসময় স্থানীয়রা আগুন নেভাতে গিয়ে রান্না ঘরের পাশে পেট্রোলের একটি বতোল পাওয়া যায়। তাতেই বোঝা যাচ্ছে এটি পরিকল্পিতভাবে অগুন দেওয়া হয়েছে।
বেনাপোল ফায়ার সার্ভিস স্টেশনের শাহিন হোসেন জানান, আগুনের খবর পেয়ে রাত ১টার দিকে তারা সেখানে পৌঁছান। যাওয়ার পর দেখা যায় রান্না ঘরটি সম্পূর্ণ পুড়ে গেছে এবং আগুনের তাপে মূল বাড়ির কিছু অংশ ক্ষতিগ্রস্ত হয়েছে।

