মনিরামপুর/ কেশবপুর প্রতিনিধি:ইতিহাস ও ঐতিহ্যের ধারক হিসেবে পরিচিত যশোরের মণিরামপুর উপজেলার “খেদাপাড়া ঢিবি”-তে ২০২৫-২০২৬ অর্থ বছরে প্রত্নতাত্ত্বিক খনন কাজের সূচনা হলো। এর মাধ্যমে এলাকার মানুষের দীর্ঘদিনের প্রত্যাশা পূরণ হলো এবং প্রাচীন এই প্রত্নস্থলটি নতুন রূপে আত্মপ্রকাশ করল।
এক আড়ম্বরপূর্ণ অনুষ্ঠানের মধ্য দিয়ে শনিবার খনন কাজ শুরু হয়। এই উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মণিরামপুর উপজেলা নির্বাহী অফিসার মিজ নিশাত তামান্না।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন প্রত্নতত্ত্ব অধিদপ্তর, খুলনা ও বরিশাল বিভাগের আঞ্চলিক পরিচালক লাভলী ইয়াসমিন।
এই আয়োজনে আরও উপস্থিত ছিলেন মো: মহিদুল ইসলাম, সহকারী পরিচালক, প্রত্নতত্ত্ব অধিদপ্তর, খুলনা ও বরিশাল বিভাগ, খুলনা (খনন টিমের ভারপ্রাপ্ত কর্মকর্তা)। মো: যায়েদ, কাস্টোডিয়ান,মো: হাসানুজ্জামান, সহকারী কাস্টোডিয়ান, আরিফুর রহমান, সহকারী কাস্টোডিয়ান।এছাড়াও স্থানীয় জনপ্রতিনিধি, বিশিষ্ট শিক্ষাবিদ, সাংস্কৃতিক কর্মী ও নানা শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।
বক্তারা খেদাপাড়া ঢিবির গুরুত্ব তুলে ধরে বলেন, এই ঢিবি কেবল একটি প্রত্নস্থল নয়, এটি আমাদের ঐতিহ্য ও অতীতের এক জীবন্ত দলিল। প্রধান অতিথি মিজ নিশাত তামান্না বলেন, “এর সংরক্ষণ ও উন্নয়নের মাধ্যমে তরুণ প্রজন্ম আমাদের সমৃদ্ধ ইতিহাস সম্পর্কে জানার এক বিশাল সুযোগ পাবে।”
সভাপতির বক্তব্যে মিস লাভলী ইয়াসমিন এই খনন কাজের সাফল্য কামনা করেন এবং ইতিহাস অনুসন্ধানে এর তাৎপর্যের কথা উল্লেখ করেন।

