নিজস্ব প্রতিবেদক:যশোরের বেনাপোল পোর্ট থানার পোড়াবাড়ী গ্রামে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে হাতাহাতির পর ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এতে এলাকায় আতঙ্ক সৃষ্টি হলেও হতাহতের কোনো খবর পাওয়া যায়নি।
পুলিশ সূত্রে জানা গেছে, শুক্রবার (৭ নভেম্বর) রাত সাড়ে ৮টার দিকে বেনাপোল পোর্ট থানার ৪ নম্বর বেনাপোল ইউনিয়নের পোড়াবাড়ী ডুবপাড়া মোড়ে ঘটনাটি ঘটে। উত্তর কাগজপুকুর গ্রামের মোটরসাইকেল আরোহী সুমন (৩০) ও সুমন মিয়া (৩২) পোড়াবাড়ী হয়ে কাগজপুকুরের দিকে যাচ্ছিলেন। এ সময় রাস্তায় দাঁড়িয়ে থাকা স্থানীয় দুই যুবক সাগর (২০) ও পারভেজ (২২) সাইড না দেওয়ায় সুমন মোটরসাইকেল থামিয়ে সাগরকে চড় মারেন।
এতে দুই পক্ষের মধ্যে হাতাহাতি হয়। পরে উভয়েই ঘটনাস্থল ত্যাগ করেন। কিছুক্ষণ পর সুমন তার এলাকার কয়েকজনকে নিয়ে আবার ঘটনাস্থলে ফিরে আসেন এবং প্রতিপক্ষ সাগর ও পারভেজকে খুঁজতে থাকেন। তাদের না পেয়ে তারা প্রতিপক্ষের বাড়িঘরে হামলা চালিয়ে ক্ষতিসাধন করেন এবং পোড়াবাড়ী মোড়ে পরপর দুটি ককটেল বিস্ফোরণ ঘটান। এতে পুরো এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে।
বেনাপোল পোর্ট থানা পুলিশ জানায়,বিস্ফোরণের পর পরিস্থিতি বর্তমানে স্বাভাবিক রয়েছে এবং আইনশৃঙ্খলা বাহিনী ঘটনাস্থলে নজরদারি অব্যাহত রেখেছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

