লোহাগড়া প্রতিনিধি: নড়াইলের সদর উপজেলায় মালিবাগে বিএনপি’র নাগরিক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। সোমবার বিকালে মালিবাগ রাস্তার মোড়ে এই সমাবেশের আয়োজন করা হয়। নড়াইল সদর উপজেলার বিএনপির সভাপতি মুস্তাফিজুর রহমান আলেকের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন নড়াইল জেলা বিএনপির সাধারণ সম্পাদক,নড়াইল-২ আসনের ধানের শীষ মনোনয়ন প্রত্যাশী আলহাজ্ব মোঃ মনিরুল ইসলাম।
এসময় আরো বক্তব্য রাখেন লোহাগড়া উপজেলার বিএনপির সভাপতি আহাদুজ্জামান বাটু, সাধারণ সম্পাদক কাজী সুলতানুজ্জামান সেলিম, নড়াইল বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক মোঃ ফেরদৌস রহমান,পৌরসভার বিএনপির সভাপতি মোঃ মিলু শরীফ, সাধারণ সম্পাদক মোঃ মশিয়ার রহমান সান্টু প্রমুখ। প্রধান অতিথি বলেন বিএনপি থেকে যাকে ধানেরশীষ দেওয়া হবে আমরা তার নির্বাচন করবো কিন্ত কোন হাইব্রিড যেন স্থান না পাই।
যদি বিএনপির নেতা কর্মীকে নমিনেশন দেওয়া হয় তাহলে নড়াইল-২ আসনে বিজয়ী হয়ে আসনটি তারুণ্যের অহংকার তারেক রহমানকে উপহার দেওয়া হবে।

