শনিবার, ১৭ই জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ, ৩রা মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ, ২৮শে রজব, ১৪৪৭ হিজরি

কেশবপুরে যুবলীগের (নিষিদ্ধ ঘোষিত) আহবায়ক শহীদ গ্রেফতার

আরো খবর

কেশবপুর(যশোর) প্রতিনিধি:  কেশবপুর উপজেলা যুবলীগের(নিষিদ্ধ ঘোষিত) আহ্বায়ক ও পৌরসভার ৫নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর বিএম শহীদুজ্জামান শহীদ (৪৫) কে সোমবার রাতে আটক করেছে পুলিশ। জানা যায়, কেশবপুর পৌরসভার বালিয়াডাঙ্গা সর্বজনীন দেবালয় এলাকা থেকে তাকে আটক করা হয়।

একটি নির্ভরযোগ্য সূত্র জানিয়েছে, স্থানীয় কিছু লোকজন প্রথমে শহীদুজ্জামান শহীদকে দেবালয় এলাকা থেকে আটক করে এবং পরবর্তীতে বিষয়টি কেশবপুর থানা পুলিশকে জানায়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে তাকে থানায় নিয়ে আসে।

আটক বিএম শহীদুজ্জামান শহীদ কেশবপুর পৌরসভার সাবেক কাউন্সিলর এবং আলতাপোল গ্রামের আলতাফ বিশ্বাসের বড় ছেলে। তিনি দীর্ঘদিন ধরে স্থানীয় রাজনীতিতে সক্রিয় ভূমিকা পালন করে আসছেন।

শহীদের আটকের বিষয়টি কেশবপুর থানার ডিউটি অফিসার  নিশ্চিত করেছেন।

আরো পড়ুন

সর্বশেষ