কেশবপুর প্রতিনিধি:
যশোরের কেশবপুর পৌর এলাকায় পল্লী বিদ্যুতের ৩৩ কেভি (কঠ) লাইনের গাঘেঁষে ঝুঁকিপূর্ণভাবে ভবন নির্মাণ করার অভিযোগে তার অনুমোদন বাতিল করেছে পৌর কর্তৃপক্ষ। ইমারত নির্মাণ বিধি লঙ্ঘন করে নির্মাণ কাজ চালিয়ে যাওয়ার দায়ে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। একই সাথে, ভবন মালিককে আগামী সাত (০৭) দিনের মধ্যে অবৈধ স্থাপনাটি অপসারণের নির্দেশ দেওয়া হয়েছে।
সাম্প্রতিক সময়ে এই নির্মাণাধীন ভবনের কারণে পল্লী বিদ্যুতের ৩৩ কেভি লাইনের উপর পড়ে একটি মর্মান্তিক মৃত্যুর ঘটনা ঘটে। এই ঘটনার পরই পৌর কর্তৃপক্ষ নড়েচড়ে বসে এবং নির্মাণ কাজ খতিয়ে দেখে।
কেশবপুর পৌরসভার প্রশাসক (রেকসোন খাতুন) স্বাক্ষরিত এক স্মারকে এই নির্দেশনা জারি করা হয়।
জানা যায়, মোঃ আনিছুর রহমান এবং রুলিয়া পারভীন মুক্তা পৌরসভা কর্তৃক অনুমোদিত নকশা অনুযায়ী জায়গা না ছেড়ে’ ভবন নির্মাণ করচ্ছিলেন। কর্তৃপক্ষ নির্মাণ কাজ বন্ধ করে ইমারত নির্মাণ বিধি অনুসরণপূর্বক কাজ করার নির্দেশনা দিলেও ভবন মালিকরা তা উপেক্ষা করে নির্মাণ কাজ চালিয়ে যান।
পৌরসভার মতে, এই নির্মাণ কাজ নীতিমালার সুস্পষ্ট পরিপন্থি। বিধি বহির্ভূতভাবে নির্মাণ কাজ চলমান রাখায় পৌর কর্তৃপক্ষ গত বছর ৯ এপ্রিল পূর্বে অনুমোদিত নকশাটি বাতিল করে এবং স্থাপনাটিকে অবৈধ ঘোষণা করে।
জারি করা পত্রে স্পষ্ট করে বলা হয়েছে, পত্র প্রাপ্তির আগামী সাত (০৭) দিনের মধ্যে অবৈধ স্থাপনাটি অপসারণ করে পৌর কর্তৃপক্ষকে অবহিত করতে হবে। এই নির্দেশ পালনে ব্যর্থ হলে কর্তৃপক্ষের পক্ষ থেকে কঠোর আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে বলেও জানানো হয়েছে।

