শনিবার, ১৭ই জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ, ৩রা মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ, ২৮শে রজব, ১৪৪৭ হিজরি

সাতক্ষীরা ৩ আসনে দলীয় মনোনয়ন নিয়ে ৯ দিন উত্তাল আশাশুনি

আরো খবর

আশাশুনি প্রতিনিধি :
সাতক্ষীরা ০৩ আসনে কাজী আলাউদ্দিনের মনোনয়ন বাতিল করে গরীবের ডাক্তার খ্যাত অধ্যাপক ডাঃ শহীদুল ইসলামকে মনোনয়ন প্রদানের দাবিতে উত্তাল আশাশুনি উপজেলার বিভিন্ন ইউনিয়ন ও হাটবাজার। উপজেলার পথে প্রান্তরে টানা ৯ দিনের মতো চলছে বিক্ষোভ সমাবেশ।

 

মঙ্গলবার বিকেলে আশাশুনি উপজেলার বড়দল ইউনিয়নের গোয়ালডাঙ্গা বাজারে কর্মী–সমর্থকরা এ বিক্ষোভ মিছিল ও সমাবেশের আয়োজন করে।

 

বিক্ষোভে অংশ নেওয়া নেতাকর্মীরা বলেন, “কাজী নয়, শহিদুল চাই, গরিবের ডাক্তারকে মনোনয়ন দাও, হটাও কাজী, বাঁচাও ধানের শীষ।”

প্রতিবাদ সমাবেশে বিএনপি ও অঙ্গসংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী ছাড়াও বিপুল সংখ্যক সাধারণ মানুষ অংশ নেন। বড়দল বিএনপি নেতা আজগর আলী মোড়লের সভাপতিত্বে সমাবেশে বক্তব্য রাখেন জেলা বিএনপির সদস্য আছিফুর রহমান তুহিন, আশাশুনি উপজেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক খায়রুল আহসান, যুগ্ম আহ্বায়ক জুলফিকার আলী জুলি,

 

 

উপজেলা যুবদলের আহ্বায়ক হাফিজুল ইসলাম, ফিরোজ আহমেদ জজ, সরদার রুহুল আমিন, ইউপি চেয়ারম্যান প্রার্থী শরীফুল ইসলাম শরীফ, ইলিয়াস আলী, রাফসান জানি রাসেল সহ বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।
বক্তারা বলেন, “ডা. শহিদুল আলম কোনো ব্যক্তি-নির্ভর রাজনীতির নাম নয়, তিনি মানুষের আশা-ভরসার প্রতীক। তিনি গরিব-দুঃখী মানুষের পাশে দাঁড়িয়ে নিজের অর্থে চিকিৎসা দিয়েছেন, বিনিময়ে কিছু চাননি। এমন প্রার্থীকে বঞ্চিত করে দল জনবিচ্ছিন্ন হতে পারে না।”আরও বলেন,“ভুল মনোনয়ন দিলে এই আসনটি হারাবে বিএনপি। কাজী আলাউদ্দিনের মনোনয়ন প্রত্যাহার না করলে আন্দোলন আরও কঠোর হবে।”

 

 

 

আরো পড়ুন

সর্বশেষ