নিজস্ব প্রতিবেদক, নড়াইল:
নড়াইলে আইন-শৃঙ্খলা বিষয়ক এক মতবিনিময় সভা অনুষ্ঠিত। নড়াইল সদর থানার আয়োজনে মঙ্গলবার বিকেল ৪টায় রূপগঞ্জ সুলতান মঞ্চ চত্বরে এ সভা অনুষ্ঠিত হয়। মতবিনিময় সভায় প্রধান অতিথি ছিলেন নড়াইলের পুলিশ সুপার মোঃ রবিউল ইসলাম।
নড়াইল সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ সাজেদুল ইসলামের সভাপতিত্বে অন্যান্যের মধ্যে মতবিনিময় সভায় বক্তব্য রাখেন জেলার অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মোঃ কামরুজ্জামান, অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ) মোঃ রকিবুল হাসান প্রমুখ।
এ সময় নড়াইল শিল্প ও বণিক সমিতির সভাপতি খন্দকার ফসিয়ার রহমান, রূপগঞ্জ শিল্প ও বণিক সমিতির সভাপতি মোঃ রজিবুল বিশ্বাস, নড়াইল প্রেসক্লাবের সহ-সভাপতি সুলতান মাহমুদ, জুয়েলারি সমিতির জেলা সভাপতি চঞ্চল কুমার রায়, কেমিস্ট এন্ড ড্রাগিষ্ট সমিতির সেক্রেটারি সৈয়দ খোরশেদ তৌহিদ কোয়েল, ব্যবসায়ী উজ্জল খান, ইবাদত মিনাসহ পুলিশ বিভাগের কর্মকর্তা ও ব্যাবসায়ীরা উপস্থিত ছিলেন।
পুলিশ সুপার মোঃ রবিউল ইসলাম তাঁর বক্তব্যে চাঁদাবাজি ও মাদকের বিরুদ্ধে পুলিশের ভ’মিকা ‘জিরো টলারেন্স’ থাকবে বলে উল্লেখ করেন।

