সুমন হোসাইন: যশোরের বেনাপোল হাকর নদীর পাড় থেকে অভিভাবকহীন এক নবজাতক শিশু উদ্ধার করেছে শার্শা উপজেলা প্রশাসন। বুধবার (১২ নভেম্বর) দুপুর সাড়ে ১২টার দিকে বেনাপোল পৌরসভার ৭নং ওয়ার্ড গাজীপুর গ্রামের মধ্যবর্তী হাকর নদীর পাড় থেকে একটি নবজাতক ছেলে শিশু উদ্ধার করা হয়।
গাজীপুরের বাসিন্দা আলী হোসেন জানান, আজ সকাল ৭ টার দিকে হঠাৎ আমার বসত বাড়ীর পার্শ্বে বাঁশ বাগানের মধ্যে বাচ্চার কান্নার আওয়াজ শুনতে পায়। এসময় আমি ও আমার স্ত্রী নারগিসসহ স্থানীয় লোকজন উক্ত বাঁশ বাগানের মধ্যে গিয়ে দেখতে পায় একজন পাগলী (বুদ্ধি প্রতিবন্ধি) মহিলা বাচ্চা প্রশব অবস্থায় শুয়ে আছে এবং তার পাশে ফুটফুটে এক নবজাতক সন্তান পড়ে আছে।
পরে আমার স্ত্রী নারগিসের সহযোগীতায় এবং সাহসিকতায় প্রতিবেশিরা মিলে বস্ত্রহীন ঔ পাগলীর শরীরে কাপড় পরিয়ে বাচ্চার নাড়ি কাটা হয়। পরবর্তীতে পাগলী উক্ত স্থান হতে হারিয়ে যায়। অনেক খোজাখুজি করে পাগলীকে কোথাও খুজে না পেয়ে বাচ্চাটিকে আমার স্ত্রী কোলে তুলে নেই। বর্তমান শিশুটি আমার পরিবারের কাছে আছে।
স্থানীয়দের খবর পেয়ে বেনাপোল উপজেলা প্রশাসন ঘটনাস্থল পৌছে শিশুটির বিষয়ে খোজখবর নেন।
এসময় শার্শা উপজেলা নির্বাহী কর্মকর্তা ডা. কাজী নাজীব হাসান জানান, নবজাতক শিশু অভিভাবকহীন অবস্থায় নদীর পাড়ে পড়ে ছিল। বর্তমান শিশুটির স্বাস্থ্য ও অন্যান্য বিষয় খতিয়ে দেখা হচ্ছে। চিকিৎসকের তত্ত্বাবধানে শিশুটি সুস্থ আছে।
তিনি আরও জানান, আপাতত প্রশাসনের মনিটরিং ও আর্থিক সহায়তায় নবজাতক শিশুটি উদ্ধারকারী পরিবারের কাছে রাখা হয়েছে। পরবর্তীতে উপজেলা শিশু কল্যাণ বোর্ডের মাধ্যমে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

