ভ্রাম্যমাণ প্রতিনিধি:
যশোরের চৌগাছা উপজেলার সিংহঝুলী ইউনিয়ন বিএনপির প্রয়াত সভাপতি মরহুম আব্দুল মজিদের আত্মার মাগফেরাত কামনায় আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (১৩ নভেম্বর) বিকেলে ইউনিয়ন বিএনপির উদ্যোগে সিংহঝুলী আলিম মাদ্রাসা মাঠে এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
উপজেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি ইউনুচ আলী দফাদারের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যশোর জেলা বিএনপির সভাপতি সৈয়দ সাবেরুল হক সাবু। উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব আবু বকর সিদ্দিকের সঞ্চালনায় সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন কেন্দ্রীয় বিএনপির নির্বাহী কমিটির সদস্য, যশোর-২ আসনে ধানের শীষ প্রতীকের প্রার্থী ও ঝিকরগাছা উপজেলা বিএনপির সভাপতি সাবিরা নাজমুল মুন্নি এবং জেলা বিএনপির সদস্য ও যশোর পৌরসভার সাবেক মেয়র এ্যাড. ইসাহক আলী।
এসময় আরও বক্তব্য রাখেন চৌগাছা উপজেলা বিএনপির সহ-সভাপতি হুসাইন আহমেদ, সাংগঠনিক সম্পাদক মোস্তাফিজুর রহমান মোস্তাক, এ্যাড. আলীবুদ্দিন খান, ঝিকরগাছা উপজেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি খোরশেদ আলম, সাংগঠনিক সম্পাদক মুরাদুন নবী মুরাদ, চৌগাছা পৌর বিএনপির সাধারণ সম্পাদক আব্দুল হালিম চঞ্চল, সিংহঝুলী ইউনিয়ন বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি শরিফুল ইসলাম খোকন, সাধারণ সম্পাদক আব্দুস শুকুর, ছাত্র বিষয়ক সম্পাদক আলমগীর হোসেন, পাশাপোল ইউনিয়ন বিএনপির সভাপতি ড. জহুরুল হক, ফুলসারা ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক আব্দুল মান্নান, ইতালি লিভর্নো জেলা বিএনপির সাবেক প্রতিষ্ঠাতা সভাপতি ও জিয়া সাইবার ফোর্সের সাবেক সদস্য সচিব আফিল উদ্দীন দফাদার, উপজেলা যুবদলের সদস্য সচিব আরিফুল ইসলাম ওয়াসিম, পৌর যুবদলের আহ্বায়ক সালাউদ্দিন আহমেদ ও উপজেলা ছাত্রদলের সদস্য সচিব ইমন হাসান রকি প্রমুখ।
সভায় বক্তারা বলেন, প্রয়াত আব্দুল মজিদ ছিলেন একজন নির্লোভ, নিষ্ঠাবান ও দলপ্রাণ নেতা। তিনি শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের আদর্শে অনুপ্রাণিত হয়ে সারাজীবন দলীয় কর্মকাণ্ডে সক্রিয় ছিলেন। তাঁর মৃত্যু সিংহঝুলী ইউনিয়ন বিএনপিসহ গোটা উপজেলা বিএনপির জন্য এক অপূরণীয় ক্ষতি। বক্তারা তাঁর আত্মার মাগফেরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান।
অনুষ্ঠান শেষে মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। মিলাদ পরিচালনা করেন উপজেলার গুয়াতলি মাদ্রাসার শিক্ষক মাওলানা আব্দুল আলিম।
উল্লেখ্য, মরহুম আব্দুল মজিদ উপজেলা বিএনপির সদস্য ও সিংহঝুলী ইউনিয়ন বিএনপির সভাপতি ছিলেন। তিনি এলাকায় ক্যাবল ব্যবসার সাথেও যুক্ত ছিলেন। গত ৩০ অক্টোবর মরহুম আব্দুল মজিদসহ চারজন দুই মোটরসাইকেলে করে যশোর থেকে কক্সবাজার ও রাঙামাটি ভ্রমণে গিয়েছিলেন। বৃহস্পতিবার সন্ধ্যায় ফেরার পথে যাত্রাবাড়ী ডাচ-বাংলা রোড এলাকায় মোটরসাইকেলের নিয়ন্ত্রণ হারিয়ে তিনি গুরুতর আহত হন। পরে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।

