শনিবার, ১৭ই জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ, ৩রা মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ, ২৮শে রজব, ১৪৪৭ হিজরি

যশোরে ডাঃ মাহজাবীনের ১১তম হত্যা বার্ষিকীতে মিলাদ মাহফিল

আরো খবর

প্রেস বিজ্ঞপ্তি:ডাঃ শামারুখ মাহজাবীনের ১১তম হত্যা বার্ষিকী উপলক্ষে তাঁর পরিবার ও শুভানুধ্যায়ীদের উদ্যোগে দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

 

 

বৃহস্পতিবার বিকালে যশোর শহরের কারবালা এতিমখানা, খড়কির পীরবাড়ির আনজুমানে খালেকিয়া, টালিখোলা এতিমখানা, শহরের উপকন্ঠ পাগলাদাহের এতিমখানা ও সদরের শ্যামনগর এতিমখানায় এই দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়। ২০১৫ সালে ডাঃ শামারুখ মাহজাবীনকে শশুরবাড়ির লোকজন হত্যা করে।

 

 

ডাঃ শামারুখ মাহজাবীন-এর পিতা প্রকৌশলী নুরুল ইসলাম তার কন্যা হত্যার বিচার চেয়ে প্রতি বছর নানা ধরণের কর্মসুচী পালন করে আসছেন। পুনরায় মামলার তদন্ত চেয়ে তিনি উচ্চ আদালতে আপীল করেছেন।

আরো পড়ুন

সর্বশেষ