শনিবার, ১৭ই জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ, ৩রা মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ, ২৮শে রজব, ১৪৪৭ হিজরি

চাঁদা না পেয়ে ঝিকরগাছায় সাংবাদিকের ব্যবসাপ্রতিষ্ঠানে হামলা

আরো খবর

নিজস্ব প্রতিবেদক:
যশোরের ঝিকরগাছায় চাঁদা না দেওয়ায় নাভারণ প্রেস ক্লাবের ভাইস প্রেসিডেন্ট  মামুনুর রশিদের ব্যবসাপ্রতিষ্ঠান ‘মেসার্স মামুন ট্রেডার্স’-এ সন্ত্রাসী হামলা ও ভাঙচুর চালানো হয়েছে। বৃহস্পতিবার (১৩ নভেম্বর) রাত সাড়ে ৯টার দিকে নাভারণ পুরাতন বাজার এলাকায় এ ঘটনা ঘটে।
 থানায় দেয়া লিখিত অভিযোগ জানা যায়,রঘুনাথপুর ডাঙ্গী গ্রামের চিহ্নিত মাদক ব্যবসায়ী শাহাদৎ হোসেনের নেতৃত্বে ৫/৬ জন সন্ত্রাসী হামলায় অংশ নেয়। তারা প্রতিষ্ঠানে ঢুকে ম্যানেজার নুর আলমসহ কর্মচারীদের মারধর করে ও ব্যাপক ভাঙচুর চালায়। চাঁদা না দেওয়ায় এ হামলা হয়েছে বলে সাংবাদিক মামুনুর রশিদের অভিযোগ।
এ ঘটনায় শাহাদৎ হোসেন, তার তিন ভাইসহ মোট ছয়জনের নাম উল্লেখ করে শুক্রবার সকালে ঝিকরগাছা থানায় অভিযোগ দায়ের করা হয়েছে।
এলাকাবাসীর দাবি, শাহাদৎ ও তার ভাইরা দীর্ঘদিন ধরে সন্ত্রাসী ও মাদক ব্যবসার সাথে জড়িত এবং স্থানীয় এক প্রভাবশালী নেতার আশ্রয়ে ত্রাস সৃষ্টি করে আসছে।
ঝিকরগাছা থানার ওসি নুর মোহাম্মদ গাজী জানান, অভিযোগ পাওয়া গেছে। বিষয়টি গুরুত্বের সাথে তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

আরো পড়ুন

সর্বশেষ