শনিবার, ১৭ই জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ, ৩রা মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ, ২৮শে রজব, ১৪৪৭ হিজরি

শৈলকুপায় ফ্রি মেডিকেল ক্যাম্প ও ওষুধ বিতরণ

আরো খবর

‎শৈলুকুপা(ঝিনাইদহ) প্রতিনিধি:
‎ঝিনাইদহের শৈলকুপার শেখপাড়া রাহাতন নেছা গার্লস স্কুল অ্যান্ড কলেজে ফ্রি মেডিকেল ক্যাম্প ও ওষুধ বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১৫ নভেম্বর) দিনব্যাপী শৈলকুপো আঞ্চলিক কথাকওয়া গোষ্ঠীর উদ্যোগে এ কর্মসূচির আয়োজন করা হয়।

‎দিনব্যাপী ক্যাম্পে স্থানীয় মানুষের জন্য বিনামূল্যে চিকিৎসা সেবা ও প্রয়োজনীয় ওষুধ সরবরাহ করা হয়। চিকিৎসাসেবা প্রদান করেন ডা. প্রসেনজিৎ বিশ্বাস, ডা. আরিফুর রহমান, ডা. সোনিয়া আক্তার মুক্তা, ডা. মোক্তাদ্বিরউল বাশার এবং উপ-সহকারী কমিউনিটি মেডিকেল অফিসার মো. রাহাত বিন কাজল।

‎কর্মসূচির উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) স্নিগ্ধা দাস। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সংগঠনের প্রতিষ্ঠাতা পরিচালক মো. নুরুজ্জামান কোয়েল।

‎বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. রাশেদ আল মামুন, সংগঠনের প্রধান পরামর্শক মো. ইব্রাহীম খলিল, এডমিন ও প্রতিষ্ঠাতা পরিচালক মো. গোলাম ফারুক এবং এডমিন ও প্রতিষ্ঠাতা পরিচালক মো. সাকিবুল ইসলাম সজীব।

‎কর্মসূচিতে এলাকার অসহায় ও সুবিধাবঞ্চিত মানুষের উপচে পড়া অংশগ্রহণ লক্ষ্য করা যায়।

‎সংগঠনের প্রতিষ্ঠাতা পরিচালক মো. নুরুজ্জামান কোয়েল জানান, ভবিষ্যতেও এ ধরনের সেবা কার্যক্রম অব্যাহত থাকবে।

আরো পড়ুন

সর্বশেষ