শনিবার, ১৭ই জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ, ৩রা মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ, ২৮শে রজব, ১৪৪৭ হিজরি

লোহাগড়ায় বয়স জালিয়াতি করে সরকারি চাকরি নেয়ার অভিযোগ

আরো খবর

লোহাগড়া প্রতিনিধি:
নড়াইলের লোহাগড়ায় একই যুবক দুবার এস,এস,সি পাশ করেছেন পৃথক পৃথক জন্ম তারিখ ব্যবহার করে। এমনকি ওই যুবক  পূর্বের জন্ম নিবন্ধন গোপন রেখে  নতুন জন্ম নিবন্ধনের  মাধ্যমে এনআইডিও সংশোধন করেছেন বলে অভিযোগ।
সংশ্লিষ্ট সূত্র জানায়, লোহাগড়া(দক্ষিণ)  গ্রামের বাসিন্দা এস,এম হাবিব নেওয়াজ। যার এন,আই,ডি নম্বর-৩২৮৫৯১৫১১৬, জন্ম তারিখ ১২/০৫/১৯৮৯।
  খোজ নিয়ে জানা যায়, ওই যুবক ২০০৫ সালে কারিগরি শিক্ষা বোর্ডের অধীন লোহাগড়া পাইলট উচ্চ বিদ্যালয় থেকে   এসএসসি পাশ করেন। রোল-২১৪০৫৮। যেখানে জন্ম তারিখ দেয়া হয়েছে ১২/৫/১৯৮৯। পরবর্তীতে  ওই যুবকই  উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের অধীন লক্ষীপাশা আদর্শ বিদ্যালয় কেন্দ্র থেকে ২০২৩ সালে পুনরায় এসএসসি পাশ করেন। আইডি /রোল- ২৩০১৯৮২০। এখানে সার্টিফিকেটে জন্ম তারিখ  দেয়া ১২/৫/১৯৯৩।
  জানা যায়,  বয়স  জালিয়াতি করতে ওই যুবক  লোহাগড়ার সরস্বতী একাডেমী থেকে ২০০৭ সালের ৮ম শ্রেনি পাশের সার্টিফিকেট সংগ্রহ করেন। যেখানে জন্ম তারিখ ১২/৫/১৯৯৩। ওই ৮ম শ্রেণি পাশের সার্টিফিকেট ব্যবহার করেই পরবর্তীতে আবারো বয়স পাল্টিয়ে এস,এস,সি পাশ করেন তিনি।  ওই যুবক ৮ম শ্রেণি পাশ এর সার্টিফিকেট  ব্যবহার করে আবার  লক্ষীপাশা ইউনিয়ন পরিষদ থেকে  জন্মনিবন্ধন করেন। যেখানে জন্ম তারিখ দেয়া হয়েছে ১২/৫/১৯৯৩। ওই জন্ম নিবন্ধন ব্যবহার করে আবার এন,আই,ডি তেও  বয়স সংশোধন করা হয়েছে।
অভিযোগ রয়েছে ওই যুবক এসব জাল-জালিয়াতির মাধ্যমে একটি সরকারি দপ্তরে চাকুরীও করছেন। জাল জালিয়াতির কারনে ওই যুবকের আগের ও বর্তমান এন,আই,ডি,তে দুটি জন্ম তারিখ রয়েছে।
অভিযুক্ত  এস,এম হাবিব নেওয়াজ তার বিরুদ্ধে উত্থাপিত অভিযোগ অস্বীকার করেছেন।

আরো পড়ুন

সর্বশেষ