শুক্রবার, ১৬ই জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ, ২রা মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ, ২৭শে রজব, ১৪৪৭ হিজরি

কালীগঞ্জে ট্রেনে কেটে নারী নিহত

আরো খবর

মোঃ সোহাগ, কালীগঞ্জ (ঝিনাইদহ):
ঝিনাইদহ কালীগঞ্জের বারোবাজার রেলস্টেশনের অদূরে ট্রেনে কাটা পড়ে জাহিদা বেগম (৫২) নামে এক নারী নিহত হয়েছে। নিহত জাহিদা বেগম কালীগঞ্জ উপজেলার মাসলিয়া গ্রামের আব্দুল মাজেদের স্ত্রী। সোমবার দুপুর ২.৪০ মিনিটের সময় খুলনা থেকে ছেড়ে আসার ঢাকাগামি সুন্দরবন এক্সপ্রেসে কাটা পড়ে নিহত হয়।
স্থানীয়রা বলছেন,নিহত জাহিদা বেগম মানুষিক রোগী ছিলেন। ঘটনার সময় তিনি ট্রেন লাইন অতিক্রম করে বারোবাজার শহরের দিকে যাচ্ছিলেন। এসময় দ্রুতগামি ট্রেনের ধাক্কায় তার শরীর খন্ড খন্ড হয়ে গেছে।
বারোবাজার রেলস্টেশনের মাস্টার সিদ্দিকুর রহমান জানান,দুপুর ২.৪০ মিনিটের সময় ঢাকাগামি সুন্দরবন এক্সপ্রেস ট্রেনটি বারোবাজার রেলষ্টেশন অতিক্রম করে গেছে। এরপর স্থানীয়দের মাধ্যমে জানতে পারি একজন ট্রেনে কাটা পড়ে মারা গেছে। আমি লোক পাঠিয়ে খবর নিয়ে নিশ্চিত হয়ে বিষয়টি যশোর রেল পুলিশকে জানানো হয়েছে।

আরো পড়ুন

সর্বশেষ