বুধবার, ২১শে জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ, ৭ই মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ, ২রা শাবান, ১৪৪৭ হিজরি

মহেশপুরে মায়ের হাতে মার খেয়ে স্কুল ছাত্রের আতœহত্যা

আরো খবর

মহেশপুর(ঝিনাইদহ)প্রতিনিধিঃ
ঘুম থেকে উঠে মায়ের হাতে মার খেয়ে স্কুল ছাত্র রায়হান উদ্দীন (১৪) বাড়ীর পাশের বাঁশবাগানে গলাই ফাঁস দিয়ে আতœহত্যা করে। রায়হান উদ্দীন ঝিনাইদহের মহেশপুর উপজেলার রামচন্দ্রপুর গ্রামের তরিকুল ইসলামের ছেলে। ঘটনাটি ঘটেছে গতকাল রোববার সকাল ৯টার দিকে মহেশপুর উপজেলার রামচন্দ্রপুর গ্রামে। পরে পৃলিশ লাশ উদ্ধার করে ঝিনাইদহ মর্গে প্রেরণ করেছে।
প্রতিবেশীরা জানান, রোববার সকাল ৯টার দিকে ৮টার দিকে বাইসাইকেল নিয়ে মা মুন্নি বেগমের সাথে ছেলে রায়হান উদ্দীনের বাক বিতন্ডা হয়। এক পর্যায়ে মা মুন্নি বেগম লাঠি দিয়ে তার মাথায় আঘাত করে। এতে তার মাথার মাঝে ফুটো হয়ে যায়। পরে মনের দুঃখে আহত অবস্থায় রায়হান বাড়ীর পাশের বাঁশবাগানে গলাই ফাঁস দেয়।
সকাল ৯টার দিয়ে পরিবারের সদস্যরা গুরুতর অবস্থায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে কর্তব্যরত ডাক্তার রাজিবুল হাসান তাকে মৃত ঘোষনা করেন।
মহেশপুর থানার অফিসার ইনর্চাজ (ওসি) সেলিম মিয়া জানান, মাথায় আঘাতের চিহ্ন থাকার কারনে স্বাস্থ্য কমপ্লেক্স থেকে লাশ উদ্ধার করে মর্গে পাঠানো হয়েছে। ময়না তদন্তের রিপোট আসার পরই ব্যবস্থা নেওয়া হবে।

আরো পড়ুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

সর্বশেষ