বেনাপোল প্রতিবেদক:
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে যশোর-১ (শার্শা) আসনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) মনোনীত প্রার্থী, সাবেক সংসদ সদস্য ও দলের সাবেক কেন্দ্রীয় দপ্তর সম্পাদক জনাব মফিকুল হাসান তৃপ্তিকে বিজয়ী করতে বিএনপি নেতাকর্মী ও সমর্থকরা প্রতিনিয়ত ব্যাপক গণসংযোগ ও উঠান বৈঠক চালিয়ে যাচ্ছেন।
এরই ধারাবাহিকতায় গোগা নুরানী ও কাওমী মাদ্রাসা মাঠে ধানের শীষের পক্ষে এক উঠান বৈঠক অনুষ্ঠিত হয়। ভোটারদের সঙ্গে সরাসরি যোগাযোগ, উন্নয়নের অঙ্গীকার তুলে ধরা এবং নির্বাচনী বার্তা পৌঁছে দেওয়াই ছিল এই বৈঠকের মূল উদ্দেশ্য।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন গোগা ইউনিয়ন বিএনপির সভাপতি মোহাম্মদ আলী।
স্থানীয় নেতাকর্মী, বিভিন্ন গ্রামের সাধারণ মানুষ, নারী-পুরুষ, যুব সমাজ ও ব্যবসায়ীদের উৎসাহব্যঞ্জক উপস্থিতিতে মাঠ প্রাঙ্গণ উৎসবমুখর হয়ে ওঠে।
তৃপ্তির বক্তব্য: উন্নয়ন, ন্যায়বিচার ও ভোটাধিকার পুনরুদ্ধারের অঙ্গীকার
সাবেক সংসদ সদস্য মফিকুল হাসান তৃপ্তি তাঁর বক্তব্যে বলেন—তিনি নির্বাচিত হলে অতীতের মতো প্রতিশ্রুতি বাস্তবায়নে সর্বোচ্চ চেষ্টা করবেন। কোনো ব্যক্তি বা বিশেষ মহলের বিভ্রান্তিকর প্রচারণায় কান না দেওয়ার আহ্বান জানিয়ে তিনি বলেন, “বিএনপি দীর্ঘদিন গুম, খুন, মিথ্যা মামলা ও নির্যাতনের শিকার হলেও গণতন্ত্রের জন্য লড়াই চালিয়ে যাচ্ছে। এখন সময় এসেছে জনগণের ভোটাধিকার ফিরিয়ে আনতে ধানের শীষকে বিজয়ী করার।”
তিনি উল্লেখ করেন—বিগত দিনে আওয়ামী লীগের সময়কার হয়রানিমূলক ও মিথ্যা মামলাগুলো বিএনপি সরকার গঠন হলে বাতিল করা হবে।
তিনি আরও বলেন—
“দেশের মানুষ এখন বুঝে গেছে কারা আসলে ষড়যন্ত্র করে বিএনপির বিরুদ্ধে এক হতে চায়। এ সব ছলচাতুরি আর কাজে আসবে না।”
তৃপ্তি প্রতিশ্রুতি দিয়ে বলেন—তরুণদের বিনামূল্যে কর্মসংস্থান,নারী সমাজের জন্য শিল্প–কারখানা স্থাপন করে স্থায়ী চাকরির ব্যবস্থা করা হবে।তিনি স্মরণ করিয়ে দেন—শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানই দেশে গার্মেন্টস শিল্প স্থাপন করে নারীর কর্মসংস্থানের পথ উন্মুক্ত করেছিলেন। ভবিষ্যতে তিনি এমপি নির্বাচিত হলে সেই আদর্শের আলোকে শার্শার উন্নয়ন আরও ত্বরান্বিত হবে।
বক্তাদের বক্তব্য: ধানের শীষের বিজয় মানেই ন্যায় ও উন্নয়ন
বৈঠক শেষে উপস্থিত জনসাধারণের মাঝে লিফলেট ও নির্বাচনী বার্তা বিতরণ করা হয়।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন—শার্শা উপজেলা বিএনপির যুগ্ম সম্পাদক মোঃ তাজ উদ্দিন,যশোর জেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক, শার্শা উপজেলা যুবদলের সদস্য সচিব মোঃ ইমদাদুল হক ইমদাদ,সিনিয়র যুগ্ম আহ্বায়ক আল মামুন বাবলু,
যুগ্ম আহ্বায়ক মনিরুজ্জামান মনি,গোগা ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মোঃ হামিদ সর্দার,পুটখালী ইউনিয়ন বিএনপির সভাপতি মোঃ মফিজুর রহমান,জয়েন্ট সেক্রেটারি মোঃ ওলিয়ার রহমান,
শার্শা উপজেলা বিএনপির আইন বিষয়ক সম্পাদক মোঃ মশিউর রহমান,বাগআচড়া ইউনিয়ন বিএনপির সভাপতি মোঃ আসাদুজ্জামান মিঠু,স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক রাকিবুল ইসলাম রিপন,ছাত্র নেতা মোঃ বিপ্লব মন্ডল,এছাড়াও বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মী এবং বেনাপোল পৌর যুবদলের নেতৃবৃন্দ।

