খুলনা প্রতিনিধি:
খুলনা বিশ্ববিদ্যালয়ের (খুবি) অর্থনীতি ডিসিপ্লিনের দ্বিতীয় বর্ষে শিক্ষার্থীর নিজ মেসের রুমে থেকে গলায় ফাঁস দেয়া মরদেহ উদ্ধার করেছে পুলিশ। রবিবার দুপুরে এ ঘটনা ঘটে। পরে মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন হরিনটানা থানার ওসি এমদাদুল হক। তবে তার গলায় ফাস দেয়ার কারণ তাৎক্ষনিকভাবে নিশিচÍ করতে পারিনি পুলিশ।
ওই শিক্ষার্থীর নাম কাজল মন্ডল। তিনি বিশ্ববিদ্যালয়েরর ২০১৯-২০ শিক্ষাবর্ষের অর্থনীতি বিভাগের শিক্ষার্থী ছিলেন। থাকতেন বিশ্ববিদ্যালয়ের পাশেই হলরোডের এক মেসে। তার বাড়ি যশোর জেলার অভয়নগর উপজেলায়।
তার বন্ধুদের সাথে কথা বলে জানা যায়, রোববার বিভাগের পরীক্ষা থাকা সত্ত্বেও পরীক্ষা দিতে যাননি কাজল। পরে তার সহপাঠীরা পরীক্ষা শেষে তার খোঁজ নিতে আসলে মেসে রুমের দরজা ভেতর থেকে লক্ষ করা পায়। বার বার নক করে কোনো আওয়াজ না মিললে দরজার ছিদ্র দিয়ে ঝুলন্ত মরদেহ দেখা যায়।
তার পাশের রুমে তারই বন্ধু আতিকুল ইসলাম বলেন, আমাদের এগ্রিকালচার ইকোনমিকস পরীক্ষা ছিলো। পরীক্ষা দিতে যাওয়ার সময় তাকে বেশ কয়েক বার ডাকার পরও কোনো সাড়া শব্দ পাইনি। এক্সামের সময় হওয়ায় আমি এক্সাম দিতে হলে যাই। পরবর্তীতে রুমের ছিদ্র দিয়ে দেখা যায় ঝুলন্ত মরদেহ। হরিণ টানা থানার পুলিশকে খবর দিলে। দরজা ভেঙে মরদেহ উদ্ধার করে খুলনা মেডিকেল কলেজ (খুমেকে) নিয়ে যায়।
বন্ধু ও সহপাঠীদের ধারণা বিভিন্ন বিষয় নিয়ে ডিপ্রেশন থেকে সুইসাইড করতে পারে।
হরিনটানা থানার ওসি এমদাদুল হক বলেন, আত্মহত্যার খবর পেয়ে আমরা এসে ঝুলন্ত মরদেহ উদ্ধার করি। প্রাথমিকভাবে মৃত্যুর কারণ কি সেটা জানা যায়নি।
