কেশবপুর প্রতিনিধি:কেশবপুরের জনপ্রিয় মুখ অ্যাড. বদরুজ্জামান মিন্টুর মৃত্যুর খবরটি সঠিক নয়। তিনি লাইফ সাপোর্টে রয়েছেন। মনিবার সকাল থেকে তাঁর অবস্থার উন্নতি হচ্ছে বলে পরিবারের পক্ষ থেকে দাবি করা হয়েছে।
দৈনিক দৈনিক ইক্লাবের কেশবপুর সংবাদাতা আলহাজ্ব রুহুল কুদ্দুস তার পরিবারের বরাত দিয়ে জানান, অ্যাড. মিন্টুকে নিয়ে গণমাধ্যমে যে মৃত্যুর খবর প্রকাশ হয়েছে তা সঠিক নয়। তাঁর শরীরের প্রাণের অস্তিত্ব পাওয়া গেছে এবং অবস্থা ক্রমশ উন্নতি হচ্ছে। অ্যাড. বদরুজ্জামান মিন্টু কেশবপুর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদকসহ গুরুত্বপুর্ণ পদে দায়িত্ব পালন করেছেন। তিনি সাবেক মন্ত্রী তরিকুল ইসলামের আপন ভাগ্নে। বর্তমানে তিনি দিল্লীর একটি হাসপাতালে চিকিৎসাধীন আছেন।

